<p>সবার কপাল তো আর জিনেদিন জিদানের মতো নয়। ভালো খেলোয়াড় হলে ভালো কোচ হবেন। একের পর এক সাফল্য ধরা দেবে আপনার ঝুলিতে। ফরাসি কিংবদন্তির মতো কপাল নয় বলেই কোচিং ক্যারিয়ারে এমন চক্কর ওয়েইন রুনির।</p> <p>কোথাও থিতু হতে পারছেন না রুনি। ২০২০ সালে ডার্বি কাউন্টি দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করা ইংল্যান্ডের কিংবদন্তি এই চার বছরে চার দলের ডাগআউটে দাঁড়িয়েছেন। অথচ আতলেতিকো মাদ্রিদের ডাগআউটে ১৩ বছর কাটিয়ে দিচ্ছেন আর্জেন্টিনার কোচ ডিয়েগো সিমিওনে।</p> <p>রুনি সর্বশেষ যে দলের ডাগআউটে টিকতে পারেননি তা হলো প্লেমাউথ। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাবটির সঙ্গে ৩ বছরে চুক্তি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তির। কিন্তু ৭ মাসও স্থায়ী হলো না। গত ২৫ মে দায়িত্ব নেওয়া রুনি বছরের শেষ দিনে চাকরি হারালেন। </p> <p>দায়িত্বের মেয়াদ দীর্ঘ হবে কী করে। রুনির মেয়াদে চ্যাম্পিয়নশিপে ২৩ ম্যাচ খেলেছে প্লেমাউথ। তার মধ্যে হেরেছে ১৩ ম্যাচে। এমনকি ৪ জয়ের বিপরীতে ড্র বেশি, ৬ ম্যাচ। সব মিলিয়ে ১৮ পয়েন্ট নিয়ে ২৪ দলের মধ্যে সবার শেষে প্লেমাউথম। দলের এমন কঠিন সময়ে তাই রুনিকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। পরে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে সম্পর্কের ইতি ঘটে। এর আগে ডি. সি. ইউনাইটেড-বার্মিংহাম সিটির ডাগআউটেও টিকতে পারেননি তিনি।</p>