<p>ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়া নিয়ে ক্রিকেট দুনিয়া এখন রীতিমতো দুটি ভাগে বিভক্ত। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা যদিও সৈকতের সিদ্ধান্তকে সঠিক বলে মেনে নিয়েছেন, তবে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং রাজীব শুকলা মত দিয়েছেন যে, জয়সওয়ালকে নট আউট দেওয়া উচিত ছিল। </p> <p>মাঠ ছাড়ার আগে কিছুটা সময় আম্পায়ারদের সঙ্গে আলোচনা করেন জয়সওয়াল, যা পরিস্থিতিটিকে আরো উত্তপ্ত করে। বেশিরভাগ ক্রিকেটবিশেষজ্ঞ সৈকতের পক্ষে মত দিয়েছেন, এবং এবার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন। এক্স (টুইটার) প্ল্যাটফর্মে এক বার্তায় ভন লিখেছেন, ‘এটা আউট ছিল। সব সিদ্ধান্ত সঠিক ছিল। এবার আর কোনো বিতর্ক না হওয়া উচিত।’</p> <p><iframe frameborder="0" height="800" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://twitframe.com/show?url=https://twitter.com/MichaelVaughan/status/1873878348323316129" width="600"></iframe></p> <p>ভারতের সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্নাও সৈকতের পক্ষে রায় দিয়েছেন। তিনি আইএনএস-এর সঙ্গে আলাপকালে বলেন, ‘বিতর্কের কিছু ছিল না। চারটি আলাদা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে, এবং বোঝা গেছে যে বলটি গ্লাভসে লেগে উইকেটের পেছনে ক্যারির হাতে চলে যায়।’</p> <p>এ ছাড়া, আকাশ দীপের সমালোচনা করে সুরিন্দর বলেন, ‘যারা বলছেন, তারা মিথ্যাবাদী। সৎ হতে হবে, তবেই আপনি জিততে পারবেন।’ </p> <p>এদিকে, ভারত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট আগামী ৩ জানুয়ারি মাঠে গড়াবে।</p>