<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাল্টাপাল্টি ড্রোন হামলা নস্যাতের দাবি করেছে রাশিয়া ও ইউক্রেন। রুশ কর্মকর্তারা গতকাল শনিবার জানায়, ইউক্রেনের হামলায় বেলগোরোদ অঞ্চলে একজন নিহত হয়েছে। রাশিয়া বলেছে, গত শুক্রবার রাতে ৪৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। অন্যদিকে ইউক্রেন জানিয়েছ, তারা মস্কোর নিক্ষেপ করা ২৪টি ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনীয় বিমানবাহিনী বলেছে, রাশিয়ার বেলগোরোদ সীমান্ত অঞ্চল থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। বিমানবাহিনী আরো জানায়, রাশিয়ার ছোড়া ২৮টি ড্রোনের মধ্যে ২৪টি ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের সুমি, পোলতাভা, দিনিপ্রোপেট্রোভস্ক, মিকোলায়েভ ও খেরসন অঞ্চল লক্ষ্য করে এসব ড্রোন হামলা চালানো হয়।  ইউক্রেনের চিফ অব স্টাফ বলেছেন, রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে একটি জ্বালানি ডিপোতে গত শুক্রবার রাতে কিয়েভ সেনারা হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। মস্কো এই হামলার তথ্য নিশ্চিত করেনি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করেছেন যে রাশিয়ার সঙ্গে তাঁদের লড়াই আগামী বছর শেষ হবে। আরো টেকসই সামরিক সহায়তার আশায় গত শুক্রবার জার্মানির বার্লিন সফরকালে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা চাইতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি সফর করছেন জেলেনস্কি। সূত্র : এএফপি</span></span></span></span></p>