<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জার্মানির মাগডেবুর্গ শহরে ক্রিস্টমাস মার্কেটে মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ায় এক শিশুসহ</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তত</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাঁচজন</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত হয়েছে।  এ ঘটনায় আরো দুই শতাধিক মানুষ আহত হয়। এই গাড়িচাপার ঘটনায় এক সৌদি চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাক্সনি-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গ শহরে প্রায় দুই লাখ ৪০ হাজার মানুষের বাস। গত শুক্রবার স্থানীয় সময় রাতে শহরের ক্রিস্টমাস মার্কেটের ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে পড়েন সন্দেহভাজন ওই সৌদি চিকিৎসক। বড়দিন উপলক্ষে বসা মার্কেটটিতে তখন ক্রেতা</span></span><span dir="RTL" lang="AR-YE" style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">-</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিক্রেতার</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যাপক সমাগম ছিল। মার্কেটের রাস্তায় প্রচণ্ড ভিড়ের মধ্যে গাড়িটি</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্ততপক্ষে</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৪০০ মিটার ছুটে চলে। এ ঘটনার পর ক্রিস্টমাস মার্কেট</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্ধ</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">করে</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেওয়া হয়। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ।  গতকাল শনিবার তিনি ঘটনাস্থল পরিদর্শন  করেন। আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধান হাজেলহফ জানান, গ্রেপ্তার সৌদি নাগরিক একজন চিকিৎসক।                                                                     ২০০৬ সাল থেকে তিনি জার্মানিতে রয়েছেন। এরই মধ্যে জার্মানিতে স্থায়ী হয়েছেন তিনি। সন্দেহভাজন ওই সৌদি নাগরিক কেন এই হামলা চালিয়েছেন, তা নিয়ে জনসম্মুখে কোনো</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মন্তব্য</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">করেননি তদন্তকারীরা। তবে  প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন, সৌদি ওই নাগরিক একাই ঘটনার সঙ্গে জড়িত। ২০১৬ সালে একবার বার্লিনের ক্রিস্টমাস মার্কেটে এমন গাড়ি হামলা হয়েছিল। ওই সময় এক ব্যক্তি</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভিড়ে</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাড়ি চালিয়ে দেওয়ায় ১৩ জন নিহত ও ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছিল।  সূত্র : বিবিসি</span></span></span></span></p>