<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানকার দুটি গ্রামে গত শুক্রবার সশস্ত্র ব্যক্তিরা বন্দুক ও বোমা হামলা চালিয়েছে। হামলায় ওই দিন একজন গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো দুজন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুলিতে আহত পুলিশ কর্মী কে হরিদাশের (৩৭) বাঁ কাঁধে গুলি লেগেছে। তাঁকে জওয়াহেরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংঘর্ষের সময় গ্রামের এক স্বেচ্ছাসেবকও হাতে সামান্য আঘাত পেয়েছেন। তাঁকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পূর্ব ইম্ফল জেলার সানাসাবি ও থমানপোকপি গ্রামে চালানো ওই হামলার পাল্টা জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী। রাজ্যের দুই প্রধান জনগোষ্ঠী মেইতেই ও কুকিদের মধ্যে সংঘর্ষের রেশ ধরে মণিপুরে মৃত্যুর মিছিল চলছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই কর্মকর্তা আরো বলেন, সানাসাবি গ্রাম ও এর আশাপাশের এলাকায় পাহাড়ের ওপর থেকে শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে সশস্ত্র ব্যক্তিরা এলোপাতাড়ি গুলি ও বোমা ছুড়তে শুরু করে। পরে নিরাপত্তা বাহিনীর কর্মীরা পাল্টা জবাব দিতে বাধ্য হয়। এ সময় স্থানীয় লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সশস্ত্র ব্যক্তিরা সকাল সাড়ে ১১টার দিকে থমানপোকপি গ্রামেও হামলা চালিয়েছে। এর ফলে সেখানকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সশস্ত্র ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হলে স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে দিগ্বিদিক ছুটতে থাকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্যসহ (সিআরপিএফ) নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে বেশ কয়েকজন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাংবাদিক আহত, যৌথ বাহিনীর অভিযান : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মণিপুরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুক্রবার থেকে শুরু হওয়া সহিংসতায় গুরুতর আহত হয়েছেন একজন সাংবাদিক। পুলিশ জানিয়েছে, কংপোকপি জেলার পাহাড়ের ওপর থেকে কুকিদের ছোড়া গুলিতে পূর্ব ইম্ফল জেলার থমানপোকপি অঞ্চলে ওই সাংবাদিক আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাহাড় থেকে হামলার ছবি তুলছিলেন ওই সাংবাদিক। সেই সময় তিনি গুলি লেগে পড়ে যান। এ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আহত লেইমাপোকপাম কবিচন্দ্র স্থানীয় একটি টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক। পুলিশ জানিয়েছে, তাঁর ঊরুতে গুলি লেগেছে। কংপোকপি এবং পূর্ব ইম্ফলের সীমান্তবর্তী ওই এলাকায় শুক্রবার রাতে গুলিতে মণিপুর পুলিশের এক কমান্ডো, এক গ্রাম পুলিশ এবং মেইতেই সশস্ত্র বাহিনী গোষ্ঠী আরাম্বাই টেঙ্গলের এক সদস্যও জখম হন বলে অভিযোগ উঠেছে। মেইতেইদের অভিযোগ, পাহাড়ের ওপর থেকে দফায় দফায় গুলি চালাচ্ছে কুকিরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনা মদদপ্রাপ্ত নিষিদ্ধ কুকি গোষ্ঠী কুকি ন্যাশনাল আর্মি, কুকি ন্যাশনাল ফ্রন্ট, ইউনাইটেড কুকি লিবারেশন ফ্রন্টের দিকে অভিযোগের তীর। যদিও কুকিরা সেই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, এলাকা দখল ঘিরে আরাম্বাই টেঙ্গলের সঙ্গে আরেক মেইতেই গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং তাদের রাজনৈতিক শাখা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেভল্যুশনারি পিপলস ফ্রন্ট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (আরপিএফ)-এর বিরোধের জেরেই এই সংঘর্ষ। এরই মধ্যে চূড়াচাঁদপুর জেলার টি লাংঘোইমল এলাকায় শুক্রবার থেকে মাদকবিরোধী অভিযান শুরু করেছে আসাম রাইফেল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স, মণিপুর পুলিশ এবং বন দপ্তরের যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে, প্রথম দিন সাত একর আফিমের ক্ষেত নষ্ট করা হয়েছে। এ ঘটনায় দায়ের হয়েছে এফআইআর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বড়দিন উদযাপনের মধ্যে, ইম্ফল পূর্বের উপত্যকা অঞ্চলে প্রচণ্ড গুলিবর্ষণ হয়েছে। ইম্ফল পূর্ব এবং কংপোকপি জেলার মণিপুর পেরিফেরাল এলাকায় গতকাল শনিবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সকাল থেকে ইম্ফল পূর্বের সিনাম কোম গ্রাম কংপোকপি সশস্ত্র দুর্বৃত্তদের প্রচণ্ড আক্রমণের মুখে পড়ে। নৈসর্গিক সুন্দর এলাকা কংপোকপি পাহাড় গতকাল ছিল যুদ্ধক্ষেত্র। পাহাড়ে ছোড়া বোমার বিকট এবং বিরক্তিকর শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রসঙ্গত গত বছরের মে মাস থেকে এখন পর্যন্ত রাজ্যের মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় কয়েক শ মানুষ নিহত ও হাজারো মানুষ ঘরছাড়া হয়েছে। সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার</span></span></span></span></span></p>