<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিশদ বিবরণের ওপর ইসরায়েল ও হামাসের মধ্যে দর-কষাকষি চলছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, তারা ৩৪ জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে।  সংগঠনটি বলেছে, তারা চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষের  উপস্থাপিত ৩৪ জিম্মির তালিকা অনুমোদন করেছে। অন্যদিকে ইসরায়েল গতকাল সোমবার বলেছে, কোন জিম্মিদের মুক্তি দিতে যাচ্ছে, তাদের তালিকা এখনো হামাস তাদের হাতে দেয়নি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে কাতারের রাজধানী দোহায় আলোচনা চলছে। ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করাতে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা অনেক দিন ধরেই প্রচেষ্টা চালিয়ে আসছে।  নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা বলেছেন,  প্রাথমিক বিনিময়ে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ জিম্মিরা আছেন। মৃত হোক বা জীবিত, ৩৪ জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। এই জিম্মিরা যাদের কাছে বন্দি আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে এবং কারা বেেঁচ আছে বা কারা মরে গেছে সেসব বিষয়ে জানতে হামাসের কিছু সময় লাগবে। ওই হামাস কর্মকর্তা আরো বলেন, তাদের  শর্তাবলি সুনির্দিষ্ট করতেও কিছু সময় দরকার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে দোহায় যুদ্ধবিরতি আলোচনা চললেও গাজায় ইসরায়েলের রক্তক্ষয়ী হামলা থেমে নেই। গাজার বিভিন্ন  জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। উপত্যকার দক্ষিণ অংশে গোলাবর্ষণে আরো আবাসিক ভবন ধসে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল স্থানীয় সময় দুপুরে জানায়, সবশেষ ২৪ ঘণ্টায়  ইসরায়েল তিনটি হত্যাযজ্ঞ চালিয়েছে গাজায়। ইসরায়েলের হামলায় ৪৮ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি ঊপত্যকাটিতে কমপক্ষে ৪৫ হাজার ৮৫৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পশ্চিম তীরে তিন ইসরায়েলি নিহত : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অপর ভূখণ্ড পশ্চিম তীরে গতকাল স্থানীয় সময় সকালে এক বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুলিশ সদস্য। পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি গ্রামের ভেতরে এই বন্দুক হামলা চালানো হয়। হামলায় আরো আটজন আহত হয়েছে।  সূত্র : আলজাজিরা, এএফপি</span></span></span></span></span></p>