<p>গাজায় যুদ্ধোত্তর সরকার গঠন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গোপনে আলোচনা করছে সংযুক্ত আরব আমিরাত। আলোচনায় যুদ্ধপরবর্তী অস্থায়ী শাসনব্যবস্থা এবং শান্তিরক্ষা কার্যক্রমের বিষয়গুলো উঠে এসেছে। এ ব্যাপারে অবগত বেশ কয়েকজন বিদেশি কূটনীতিক ও পশ্চিমা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।</p> <p>তাঁরা জানান, গাজায় যুদ্ধের শেষে ইসরায়েল সেনা প্রত্যাহার করে নেওয়ার পর ফিলিস্তিন প্রশাসন দায়িত্বভার নিতে সক্ষম না হওয়া পর্যন্ত আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো সেখানে পুনর্গঠন, নিরাপত্তা এবং শাসন পরিচালনা সাময়িকভাবে দেখভাল করতে পারে কি না তা নিয়ে আলোচনা হয়েছে।</p> <p>সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও আছে দেশটির। সে কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ওপর সংযুক্ত আরব আমিরাতের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন কূটনীতিক ও কর্মকর্তারা।</p> <p>তবে তাঁরা জানান, আমিরাতের আলোচনা থেকে যেসব পরিকল্পনা সামনে এসেছে সেগুলোর কোনো বিশদ রূপরেখা এখনো নেই। আনুষ্ঠানিকভাবে কিংবা লিখিত আকারে সেসব পরিকল্পনা উপস্থাপন করা হয়নি এবং কোনো সরকারও তা অনুমোদন করেনি।</p> <p>গোপন এই আলোচনায় আবুধাবি যুদ্ধপরবর্তী পরিকল্পনায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অধীনে গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম শাসনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষকে পুনর্গঠন করার বিষয়টি অন্তর্ভুক্ত রাখার প্রস্তাব দিয়েছে। অবশ্য ইসরায়েল প্রকাশ্যেই এই প্রস্তাবের বিরোধিতা করেছে।</p> <p>এই আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা বলেন, ‘ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) উল্লেখযোগ্য পুনর্গঠন, ক্ষমতায়ণসহ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বিশ্বাসযোগ্য একটি রূপরেখা প্রণয়নের বিষয়টি পরিকল্পনায় না থাকলে সে আলোচনায় আমিরাত অংশ নেবে না।’</p> <p><strong>গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫১ : </strong>ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ৫১ জন নিহত হয়েছে বলে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বুধবার জানিয়েছে। এর মধ্যে পাঁচ শিশু রয়েছে। গাজার চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গাজার আল-মাওয়াসির ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে পরিচিত, সেখানকার তাঁবুতে ইসরায়েলি হামলায় পাঁচ শিশু নিহত হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৮৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে এক লাখ ৯ হাজার ১৯৬ জন। সূত্র : সিএনএন, আলজাজিরা</p>