ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

১৪তম সন্তানের বাবা হলেন মাস্ক

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
১৪তম সন্তানের বাবা হলেন মাস্ক
ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক ১৪তম সন্তানের বাবা হলেন। মাস্কের অনুমোদনের পরই ১৪তম সন্তানের কথা জানালেন তাঁর বান্ধবী শিভন জিলিস। এক্স পোস্টে শিভন জানিয়েছেন তাঁদের পুত্রসন্তান সেলডন লাইকুরগুসের কথা। ২০২১ সালের নভেম্বরে জিলস প্রথমবার মাস্কের সন্তানের জন্ম দেন।

যমজ সন্তান স্ট্রাইডার, আজুরের জন্মের কথা সবাইকে জানিয়েছিলেন তাঁরা। জিলস ছিলেন মাস্কের সংস্থা নিউরোলিংকের একজন কর্মকর্তা। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁদের তৃতীয় সন্তান আর্কাডিয়ার জন্ম হয়। এবার জন্ম নিল যুগলের চতুর্থ সন্তান।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে ঝড়ে ১৬ মৃত্যু বন্যার শঙ্কা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রে ঝড়ে ১৬ মৃত্যু বন্যার শঙ্কা

যুক্তরাষ্ট্রের মধ্য-পূর্বাঞ্চলে মারাত্মক ঝড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার জাতীয় আবহাওয়া পরিষেবা আগামী দিনগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে। গত শুকবার থেকে অঞ্চলটিতে বেশ কয়েকটি টর্নেডো হয়েছে। আরকানসাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তৃত এলাকায় ঝড়ের ফলে বহু ভবন-স্থাপনা ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট প্লাবিত হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেনেসি। অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ গত শনিবার জানিয়েছে, অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে ১০ জন মারা গেছে। এ ছাড়া কেনটাকিতে বন্যায় এক শিশুসহ দুজন প্রাণ হারিয়েছে বলে অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন। শিশুটি বন্যার পানির তোড়ে ভেসে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে শেয়ার করা ছবিতে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের লাইন ভেঙে পড়ে গাড়ি উল্টে যেতে দেখা গেছে।
সূত্র : এএফপি

 

মন্তব্য

ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি গতকাল রবিবার বলেছেন, রাতভর চালানো এসব হামলায় অন্তত দুজন নিহত ও সাতজন আহত হয়েছে। জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ‘রাশিয়ার বিমান হামলার সংখ্যা বাড়ছে। এটি প্রমাণ করে যে রাশিয়ার ওপর চাপ এখনো অপর্যাপ্ত।

এদিকে সীমান্ত পার হয়ে বিরল অভিযান চালিয়ে গতকাল ইউক্রেনের সুমি অঞ্চলের একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। এ ছাড়া কিয়েভের উপকণ্ঠে কৌশলগত হোস্টোমেল বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। একই সঙ্গে পশ্চিম দিক থেকে কিয়েভকে অবরুদ্ধ করা হয়েছে বলেও দাবি রুশ বাহিনীর। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভেও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।
শহরের মেয়র ভিটালি ক্লিটসকো গতকাল এ কথা বলেছেন। তিনি বলেছেন, বিস্ফোরণের পর কিয়েভের দুটি জেলায় প্যারামেডিকদের পাঠানো হয়েছে। তিনি আরো বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলা এখনো অব্যাহত রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।
টেলিগ্রামে এক বার্তায় ক্লিটসকো সবাইকে নিরাপদে থাকার আহবান জানিয়ে বলেছেন, রাজধানীতে রুশ হামলা চলছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু আছে। সবাই আশ্রয়কেন্দ্রে থাকুন। সূত্র : এএফপি

মন্তব্য
সংক্ষিপ্ত

সিসি ও ম্যাখোঁর সঙ্গে বৈঠকে বসছেন জর্দানের রাজা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সিসি ও ম্যাখোঁর সঙ্গে বৈঠকে বসছেন জর্দানের রাজা

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল-সিসি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে আজ সোমবার কায়রোতে একটি বৈঠকে যোগ দেবেন জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। জর্দানের সংবাদ সংস্থা পেত্রার বরাত দিয়ে গতকাল রবিবার খবর জানিয়েছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আল-সিসির আমন্ত্রণে এই আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এদিকে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার ভেতরে নতুন করে একটি নিরাপত্তা করিডর তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে তারা দক্ষিণের রাফাহ শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে মোরাগ করিডর স্থাপন করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী, করিডরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গত বুধবার নতুন এই করিডরের ঘোষণা দেন।
তিনি জানান, এটি রাফাহ শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবে। সূত্র : আলজাজিরা

মন্তব্য

ওয়াক্ফ আইনের বিরুদ্ধে আরো মামলা, বিক্ষোভ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ওয়াক্ফ আইনের বিরুদ্ধে আরো মামলা, বিক্ষোভ

ভারতে ওয়াক্ফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আরো মামলা হয়েছে। সারা কেরালা জামিয়াতুল উলেমা নামের একটি মুসলিম সংগঠন নতুন মামলাটি করেছে। সেই সঙ্গে এই আইনের বিরোধিতা করে দেশটিতে বিক্ষোভ চলছেই।

গত শনিবার ওয়াক্ফ বিলে সম্মতি দেন ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু।

এর ফলে বিলটি এবার আইনে পরিণত হয়েছে। যদিও আইনটি এখনো কার্যকর করেনি ভারত সরকার। ওয়াক্ফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। দলটি বলছে, নতুন আইন ওয়াক্ফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে।
তাই সদ্য বিল থেকে আইনে পরিণত হওয়া ওয়াক্ফ সংশোধনীর বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে তারা। এর আগে কংগ্রেস জানিয়েছে, তারা এই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে।

ওয়াক্ফ আইনের বিরোধিতা করে বিক্ষোভ করছে দেশটির মুসলিম সম্প্রদায়। ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন অন্যায় দাবি করে এই আইনের প্রতিবাদে পথে নেমেছে ভারতের জামিয়ত উলেমায়ে হিন্দ সংগঠনের একটি বড় অংশ।

গতকাল রবিবার পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার শাখার মগরাহাট স্টেশনে রেল অবরোধ করেন সংগঠনের সদস্যরা। স্টেশনসংলগ্ন রাস্তাও অবরোধ করা হয়। বিক্ষোভকারীরা রেললাইনে নেমেও বিক্ষোভ দেখান। মুসলিম নেতা ও বিরোধীদের প্রবল বিরোধিতার মুখে গত সপ্তাহে ভারতের পার্লামেন্টের দুই কক্ষে ওয়াক্ফ সংশোধনী বিলটি পাস হয়। গত বুধবার গভীর রাতে সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ বিতর্কের পরে লোকসভায় ৫৬ ভোটের ব্যবধানে পাস হয়েছিল ওয়াক্ফ সংশোধনী বিল।
এর পক্ষে পড়েছিল ২৮৮টি ভোট। বিপক্ষে পড়েছিল ২৩২ ভোট। এর পরে ১২৮-৯৫ ভোটে রাজ্যসভায় গত বৃহস্পতিবার গভীর রাতে পাস হয়েছিল এই সংশোধনী বিল। লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়া বিল অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। গত শনিবার রাতে তাতে সই করলেন রাষ্ট্রপতি। সেই সিলমোহর পাওয়ায় ওই বিল পরিণত হলো আইনে। সূত্র : আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন

মন্তব্য

সর্বশেষ সংবাদ