জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, অন্তত আট লাখ ২৫ হাজার সুদানি শিশু উত্তর দারফুরের আশপাশে যুদ্ধের কারণে আটকা পড়েছে। তারা সহিংসতা ও অনাহারের হুমকির মুখে রয়েছে।
ইউনিসেফের সুদানের প্রতিনিধি শেলডন ইয়েট সংঘাতের অবসানের দাবি জানিয়ে বলেন, ‘আমরা পৃথিবীর এই নরকের ব্যাপারে চোখ বন্ধ করে থাকতে পারি না। আল-ফাশের এবং এর আশপাশে ক্রমবর্ধমান দুর্যোগের কবলে আটকা পড়েছে আনুমানিক আট লাখ ২৫ হাজারের বেশি শিশু।
অন্তত ৭০ জনের বেশি শিশু এ বছর সেখানে নিহত কিংবা পঙ্গুত্ব বরণ করেছে।’
তিনি আরো বলেন, এসব সংখ্যা বলা হচ্ছে যাচাই-বাছাই করার পর। ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। সেখানে শিশুরা বেঁচে থাকার জন্য প্রতিদিন সংগ্রাম করছে।
উত্তর দারফুরে গত ছয় সপ্তাহে ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর ২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে ছয় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে তিন লক্ষাধিক শিশু রয়েছে।
কয়েক সপ্তাহ আগে ডক্টরস উইদাউট বর্ডারস কিংবা এমএসএফ এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি আল-ফাশেরের দক্ষিণে বাস্তুচ্যুতদের ক্যাম্প এলাকা জমজমে কর্মসূচি স্থগিত করেছে।
ইউনিসেফের কার্যক্রম চলমান থাকলেও খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে।
শেলডন ইয়েট বলেন, ইউনিসেফ প্রায় তিন মাস আগে সেখানে জীবন রক্ষাকারী খাবার পাঠিয়েছিল। কিন্তু সেসবের মজুদ ফুরিয়ে গেছে। সশস্ত্র যোদ্ধা এবং অপরাধীচক্রের হুমকির কারণে ইউনিসেফ ও অংশীদারদের কার্যক্রম এবং খাদ্য সরবরাহের প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে বলে জানান তিনি। সূত্র : অ্যারাব নিউজ