ভারতে ওয়াক্ফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আরো মামলা হয়েছে। সারা কেরালা জামিয়াতুল উলেমা নামের একটি মুসলিম সংগঠন নতুন মামলাটি করেছে। সেই সঙ্গে এই আইনের বিরোধিতা করে দেশটিতে বিক্ষোভ চলছেই।
গত শনিবার ওয়াক্ফ বিলে সম্মতি দেন ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু।
এর ফলে বিলটি এবার আইনে পরিণত হয়েছে। যদিও আইনটি এখনো কার্যকর করেনি ভারত সরকার। ওয়াক্ফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। দলটি বলছে, নতুন আইন ওয়াক্ফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। তাই সদ্য বিল থেকে আইনে পরিণত হওয়া ওয়াক্ফ সংশোধনীর বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে তারা। এর আগে কংগ্রেস জানিয়েছে, তারা এই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে।
ওয়াক্ফ আইনের বিরোধিতা করে বিক্ষোভ করছে দেশটির মুসলিম সম্প্রদায়। ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন অন্যায় দাবি করে এই আইনের প্রতিবাদে পথে নেমেছে ভারতের জামিয়ত উলেমায়ে হিন্দ সংগঠনের একটি বড় অংশ।
গতকাল রবিবার পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার শাখার মগরাহাট স্টেশনে রেল অবরোধ করেন সংগঠনের সদস্যরা। স্টেশনসংলগ্ন রাস্তাও অবরোধ করা হয়। বিক্ষোভকারীরা রেললাইনে নেমেও বিক্ষোভ দেখান। মুসলিম নেতা ও বিরোধীদের প্রবল বিরোধিতার মুখে গত সপ্তাহে ভারতের পার্লামেন্টের দুই কক্ষে ওয়াক্ফ সংশোধনী বিলটি পাস হয়। গত বুধবার গভীর রাতে সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ বিতর্কের পরে লোকসভায় ৫৬ ভোটের ব্যবধানে পাস হয়েছিল ওয়াক্ফ সংশোধনী বিল। এর পক্ষে পড়েছিল ২৮৮টি ভোট। বিপক্ষে পড়েছিল ২৩২ ভোট। এর পরে ১২৮-৯৫ ভোটে রাজ্যসভায় গত বৃহস্পতিবার গভীর রাতে পাস হয়েছিল এই সংশোধনী বিল। লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়া বিল অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। গত শনিবার রাতে তাতে সই করলেন রাষ্ট্রপতি। সেই সিলমোহর পাওয়ায় ওই বিল পরিণত হলো আইনে। সূত্র : আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন