<p>বার্ষিক পরীক্ষা শেষ, মাঝে অনেকটা সময়, লম্বা ছুটি। আর এই ছুটিই ষষ্ঠ শ্রেণির দিকে তাকানোর উপযুক্ত সময়। নতুন শ্রেণি, নতুন চ্যালেঞ্জ, নতুন জ্ঞানের সমুদ্র। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রস্তুতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভর্তির পূর্বের প্রস্তুতি দুইভাবে নেওয়া জরুরি। একটি হলো পড়াশোনাবিষয়ক প্রস্তুতি এবং অন্যটি হলো মানসিক প্রস্তুতি। প্রস্তুতি নেওয়া আসলে খুব কঠিন নয়। একটু পরিকল্পনা আর ধৈর্য থাকলে সবই সম্ভব। কিভাবে প্রস্তুতি নেবে? প্রথমেই আসি পড়াশোনাবিষয়ক প্রস্তুতি নিয়ে...</p> <p>♦ পুরনো বইগুলো একবার রিভিউ করে নাও</p> <p>পঞ্চম শ্রেণির সব বিষয় একবার করে আবার পড়ে নাও। এতে নতুন পড়াশোনার সঙ্গে পুরনো জ্ঞানের সংযোগ স্থাপন হবে। তবে পাঠ্য বই ছাড়াও বিভিন্ন ধরনের বই পড়া ভালো। বিশেষ করে গল্প, কবিতা, উপন্যাস। এ ছাড়াও নিয়মিত পত্রিকা পাঠ করার অভ্যাস গড়ে তোলো। পাশাপাশি ধর্মীয় বইও পড়তে পারো। এতে করে যেমন শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে, সেই সঙ্গে জ্ঞানের পরিধিও বাড়বে।</p> <p> </p> <p>♦ হাতের লেখা চর্চা করো</p> <p>            নিয়মিত অল্প অল্প করে হাতের লেখা চর্চা করো। এতে করে তোমার হাতের লেখা দ্রুত ও সুন্দর হবে।</p> <p> </p> <p>♦ নতুন বই কিনে নাও এবং সিলেবাস সম্পর্কে জেনে নাও</p> <p>বই কিনে রাখলে তোমার মধ্যে পড়ার জন্য একটা আগ্রহ সৃষ্টি হবে। ষষ্ঠ শ্রেণির সিলেবাস সম্পর্কে জানা জরুরি। কোন কোন বিষয় পড়ানো হবে সে বিষয়ে জোর দেওয়া উচিত। বিশেষ করে বিজ্ঞান ও গণিত বিষয়ে মূল ধারণাগুলো পরিষ্কার করে নেওয়া দরকার।<br />  </p> <p>♦ নোট তৈরি করো এবং গ্রুপ স্টাডি করো</p> <p>নতুন বই পড়ার সময় নিজের ভাষায় নোট তৈরি করলে বুঝতে সুবিধা হবে। পাশাপাশি বন্ধুদের সঙ্গে নিয়মিত গ্রুপ স্টাডি করলে পড়াশোনা আরো মজার হবে।</p> <p> </p> <p>♦ অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলো</p> <p>কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলো। এতে করে তুমি দ্রুত বিষয়টা বুঝতে পারবে।</p> <p> </p> <p>♦ সঠিক জায়গায় পড়াশোনা করো</p> <p>শান্ত, কোলাহলমুক্ত এবং আলোর পরিমাণ যথেষ্ট—এমন স্থানে পড়াশোনা করো।</p> <p> </p> <p>♦ স্বাস্থ্যের যত্ন নাও</p> <p>ভালো ও সুষম খাবার খাও। পর্যাপ্ত ঘুমাও এবং নিয়মিত ব্যায়াম করো। এ ছাড়াও ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নিয়ম-কানুন পালন করো। এতে করে তোমার শরীর ও মন ভালো থাকবে।</p> <p> </p> <p>এ তো গেল নতুন শ্রেণিতে ভর্তির পড়াশোনাবিষয়ক পূর্বপ্রস্তুতি। এবার মানসিক প্রস্তুতির কথায় আসি। নতুন স্কুলে যোগদান একদিকে যেমন উত্তেজনাপূর্ণ, অন্যদিকে অনেকের কাছেই নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে। তাই নতুন স্কুলে ভর্তির আগে মানসিকভাবে প্রস্তুত থাকা খুবই জরুরি। নতুন স্কুলে ভর্তির আগে মানসিকভাবে প্রস্তুত হওয়ার কিছু উপায়—</p> <p> </p> <p>♦ নতুন স্কুল সম্পর্কে জানা</p> <p>            স্কুলের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে স্কুল সম্পর্কে জানার চেষ্টা করো। স্কুলের নিয়ম-কানুন, কার্যক্রম, শিক্ষকরা কেমন—এসব সম্পর্কে জানলে তোমার ভয় কমবে।</p> <p> </p> <p>♦ নতুন স্কুলের পরিবেশ দেখে নাও</p> <p>            যদি সম্ভব হয় তাহলে নতুন স্কুলের পরিবেশ দেখে নাও। ক্লাসরুম, খেলার মাঠ, লাইব্রেরি ইত্যাদি দেখলে স্কুল সম্পর্কে আরো ভালো ধারণা পাবে এবং ভয় কিছুটা হলেও কমবে।</p> <p> </p> <p>♦ নতুন নতুন বন্ধু বানানোর জন্য প্রস্তুত থাকো</p> <p>            নতুন স্কুলে তোমার জন্য নতুন বন্ধু বানানোর সুযোগ থাকবে। তাই খোলা মনে থাকবে এবং নতুনদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করবে।</p> <p> </p> <p>♦ নিজের শক্তিগুলো সম্পর্কে জানো</p> <p>            তুমি কোন বিষয়ে ভালো, তোমার শক্তিগুলো কী কী—সেগুলোর ওপর জোর দাও। এতে তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং নতুন পরিবেশে নিজেকে খুঁজে পেতে সাহায্য করবে।</p> <p> </p> <p>♦ <strong>পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো </strong></p> <p>            নতুন স্কুল মানে নতুন পরিবেশ, নতুন বন্ধু, নতুন শিক্ষক—তাই পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকো।</p> <p> </p> <p>♦ <strong>পজিটিভ থাকো</strong></p> <p>নতুন স্কুল একটা নতুন সূচনা। তাই পজিটিভ থাকবে এবং নতুন অভিজ্ঞতা গ্রহণ করার জন্য উদ্যোগী থাকবে।</p> <p> </p> <p>মনে রাখবে, নতুন স্কুলে ভর্তি—এটি একটি প্রক্রিয়া মাত্র। শুরুতে একটু কষ্ট হতে পারে, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করলে তুমি অবশ্যই নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে। তাই প্রথমেই হতাশ ও ভেঙে পড়ার কোনো কারণ নেই। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিজের প্রতি বিশ্বাস রাখা। কঠিন পরিশ্রম করলে এবং নিজের ওপর বিশ্বাস রাখলে সফলতা  অবশ্যই আসবে। ষষ্ঠ শ্রেণি তোমাদের জন্য একটা নতুন অধ্যায়। এই অধ্যায়টা উপভোগ করো এবং নিজেকে ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করো।</p> <p> </p>