<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাগলকাণ্ডকে নিজের পাপ বলে আদালতে উল্লেখ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান। রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে করা মামলায় গ্রেপ্তার মতিউর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে মতিউর দাবি করেন, তিনি আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার। গোয়েন্দা সংস্থা ছয় মাস ধরে তাঁর ছেলেকে ব্যবহার করে ছাগলকাণ্ড ঘটায় বলেও দাবি করেন তিনি।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার মতিউরের স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির দিন ধার্য করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালত সূত্রে জানা গেছে, আসামি মতিউরকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. রুবেল মিয়া। এ সময় আসামিপক্ষের আইনজীবী আবু সুফিয়ান তাঁর রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গতকাল সকাল পৌনে ৮টায় ভাটারা এলাকা থেকে মতিউর রহমান ও লায়লা কানিজকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় তাঁদের বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক বেলাল হোসেন ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তারের পর আসামি কানিজকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল আসামি কানিজের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কানিজের মামলা সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি এক লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে  মামলা করে দুদক। পাশাপাশি এক কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এসব সম্পদ অর্জনে মতিউর রহমানের সহযোগিতার অভিযোগ রয়েছে। এ জন্য তাঁকেও মামলায় আসামি করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>