এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী
ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে গতকাল সম্মাননা গ্রহণ করেন বিজয়ী নারীরা

বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন নারীকে এটিজেএফবি এভিয়েট্যুর উইমেনস আইকন অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজনে এবার ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দ্বিতীয় আসর।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান।

অনুষ্ঠানে পাইলট ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম এই সম্মাননা অর্জন করেছেন।

অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইঞ্জিনিয়ারিং অফিসার তাহমিনা আক্তার, এভিয়েশন গ্রাউন্ড সার্ভিস ক্যাটাগরিতে বিমানের ম্যানেজার-গ্রাউন্ড সার্ভিস নিলুফা ইয়াসমিন এবং কেবিন ক্রু ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্টুয়ার্ড জিনিয়া ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া ট্যুরিজম সিকিউরিটি ক্যাটাগরিতে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, হোটেল উদ্যোক্তা ক্যাটাগরিতে হোটেল সারিনার চেয়ারপারসন সাবেরা সারওয়ার নীনা, ট্যুরিজম উদ্যোক্তা ক্যাটাগরিতে ওয়ান্ডার উইম্যানের প্রতিষ্ঠাতা ও সিইও সাবিরা মেহরিন সাবা এবং প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ক্যাটাগরিতে গ্যালাক্সি বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান ওয়ামিয়া ওয়ালিদ সম্মানিত হয়েছেন।

সাংবাদিকতা ক্যাটাগরিতে বৈশাখী টিভির যুগ্ম সম্পাদক রিতা নাহার এবং ভ্রমণ ক্যাটাগরিতে বিশ্বের ১৭৮টি দেশে বাংলাদেশের পতাকা বহনকারী প্রথম বাংলাদেশি নাজমুন নাহার এই অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ফরিদা আখতার বলেন, এটিজেএফবির আজকের এই আয়োজন নারীর নতুন দিগন্ত উন্মোচন হবে।

আজ যে ১০ জন নারীকে দেখলাম তাঁরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এখন তাঁরা সমাজের অন্য নারীদের উৎসাহিত করবেন। বিশেষ অতিথির বক্তব্যে নাসরিন জাহান বলেন, এটিজেএফবির আজকের এই আয়োজন প্রশংসার দাবিদার। এ ধরনের উদ্যোগ নারীকে ভবিষ্যতে আরো সাফল্যের দিকে নিয়ে যাবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

ঈদ উপলক্ষে নতুন দুই স্মার্টফোন আনল শাওমি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঈদ উপলক্ষে নতুন দুই স্মার্টফোন আনল শাওমি

দেশের বাজারে নতুন দুটি স্মার্টফোন-শাওমি রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫ এনেছে শাওমি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সেলিব্রিটিং ঈদ উইথ মি আয়োজনের মাধ্যমে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী নতুন এই স্মার্টফোন দুটি উন্মোচন করেন। শাওমি রেডমি নোট ১৪ প্রো স্মার্টফোনটি ৮জিবি+২৫৬জিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা। শাওমি রেডমি এ৫ স্মার্টফোনটি ৪জিবি+৬৪জিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, মূল্য ১০ হাজার ৯৯৯ টাকা।

অনুষ্ঠানে জিয়াউদ্দিন চৌধুরী বলেন, অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন ফোন দুটির মাধ্যমে শাওমি ফ্যানরা এই ঈদে আরো ভালোভাবে তাঁদের আনন্দময় মুহূর্ত ধারণ ও উপভোগ করে নিতে পারবেন বলেই আমরা মনে করি। ফোন দুটির অসাধারণ ক্যামেরা প্রযুক্তি, ইমার্সিভ ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সঙ্গে দেবে দুর্দান্ত ইউজার এক্সপিরিয়েন্স।

 

মন্তব্য

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন বেক্সিমকো ফার্মার ২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শাইনপুকুর সিরামিক্সের গতকাল ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে স্কয়ার ফার্মা। এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কম্পানিগুলো হলোবাংলাদেশ শিপিং করপোরেশন, কেডিএস এক্সেসরিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুডস, ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক এবং লাভেলো।

মন্তব্য

সর্বশেষ সংবাদ