<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের সোর্স কওছার আলী ওরফে কটা কওছারকে (৫৫) হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। স্থানীয় জামায়াত নেতা এনামুল মাস্টার ও কালাম হত্যা মামলার আসামি ছিলেন কওছার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মঙ্গলবার গভীর রাতে কওছারকে বাড়ি থেকে তুলে নেয় দুর্বৃত্তরা। পরে গ্রামের পাশের রেলগেট এলাকায় শরীরের নিম্নাংশে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে টহল পুলিশ ও গ্রামবাসী তাঁকে হাসপাতালে নিলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কটা কওছার উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত লুত্ফর লস্করের ছেলে। তিনি আওয়ামী লীগের শাসনামলে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তাঁর কাজ ছিল জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়া। ৫ আগস্টের পর পলাতক থাকলেও তিন দিন আগে তিনি বাড়িতে আসেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতের স্ত্রী ওজুলা বেগম জানান, রাত ১টার দিকে মুখোশ পরা অবস্থায় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল মোটরসাইকেলযোগে এসে তাঁর স্বামী কওছারকে বাড়ি থেকে তুলে নেয়। পরে পুলিশের একটি টহল দল চাঁদপাড়া বাংলো লেভেলক্রসিংয়ের পাশে রাস্তার ওপর কওছারকে মারাত্মক জখম অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় গ্রামবাসীকে খবর দিলে তারা কালীগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় কওছার মারা যান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মনে হচ্ছে, পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>