<p>রাজধানীর বকশীবাজার মোড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে একটি বাসের ধাক্কা লেগে কাচ ভেঙে তোফাজ্জল হোসেন (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বকশীবাজারে ঠিকানা পরিবহনের একটি বাসে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা ওই বাসের যাত্রী মুশফিকুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জগামী ঠিকানা পরিবহনে আমি বকশীবাজার থেকে উঠি। বকশীবাজার হয়ে নারায়ণগঞ্জের দিকে যাওয়ার সময় ফজলে রাব্বি হলের সামনে চলন্ত বাসটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পেছনের সিটে বসা ওই যাত্রী গ্লাস ভেঙে আহত হন। পরে হাসপাতালে নিলে তিনি মারা যান।’ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তোফাজ্জল ঠিকানা পরিবহনের বাসের যাত্রী ছিলেন।</p>