<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহাদী হাসান পান্থ হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরের দিকে কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলী ওরফে পানি আহাদ (৫৫) ও কদমতলী থানা আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেন (৫৭)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন। কদমতলী থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই কদমতলী থানার রায়েরবাগ স্বপ্ন সুপার শপের সামনের সড়কে আন্দোলনে অংশ নেন মাহাদী হাসান পান্থ। এ সময় সংঘর্ষের এক পর্যায়ে মাহাদী মুখে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। </span></span></span></span></span></p>