<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর আসাদ গেট এলাকা থেকে ছাত্র-জনতা তাঁকে আটক করে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে। পরে তাঁকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। মোহাম্মদপুর থানার ওসি মো. আলী ইফতেখার হাসান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাবাহিনীর সহায়তায় সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জে দুটি হত্যা মামলা রয়েছে। নারায়ণগঞ্জ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, তারা আসছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বরগুনা-১ আসনে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে ডিবি পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বেশ কয়েকটি মামলার আসামি শম্ভু। তাঁকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বনানী থেকে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে বনানীর ২৭ নম্বর সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার বলেছেন, গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওবায়দুল কাদেরের পিএ আটক : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে আটক করেছে আইন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-শৃঙ্খলা রক্ষা বাহিনী। গতকাল সোমবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।</span></span></span></span></p>