<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ থেকে নার্স নিয়োগ শুরু করেছে সৌদি আরব। প্রাথমিকভাবে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে ৫০০ নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সৌদি সরকার। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগ্য নার্সদের বেতন হবে এক লাখ টাকার বেশি। তবে যোগ্য প্রর্থীদের অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি সৌদি প্রোমেট্রিক পরীক্ষার সনদ থাকতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নার্সরা সৌদি আরবে কাজ করার জন্য কতটা প্রস্তুত, তা যাচাই করার পরীক্ষা হচ্ছে সৌদি প্রোমেট্রিক। প্রোমেট্রিক কর্তৃক পরিচালিত এই পরীক্ষা সৌদি কমিশন ফর হেলথ স্পেশালিটি থেকে নার্সিং লাইসেন্স পাওয়ার জন্য পূর্বশর্ত। প্রাথমিকভাবে ২০০ নার্সের চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণ হলে ক্রমে আরো নার্স পাঠানো হবে।</span></span></span></span></p>