<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের সংবাদমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করছে। একমাত্র আপনারাই এটার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরতে পারেন। আপনারা সত্য ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচার বন্ধ করে দিতে পারেন। আপনারা সত্য ঘটনা প্রকাশ করেন। তাহলে যারা অপপ্রচার করছে, তাদের মুখে চুনকালি পড়বে।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাতের পর উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবু সাঈদ হত্যা মামলায় তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে। এই মামলার যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেন স্বাভাবিক হচ্ছে না, এ প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের কিছু সময় দিতে হবে। আমাদের কাছে এ রকম কোনো কিছু নেই যে বললেই হয়ে যাবে।</span></span></span></span></span></p>