<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের অধীনে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পর্যায়ে ক্যাডারবহির্ভূতদের (নন-ক্যাডার) জন্য মোট ৮১ পদ সংরক্ষণে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার এই অনুমোদন দেন তিনি। এর আগে গত ২৮ নভেম্বর তার কাছে সারসংক্ষেপ পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব কথা জানা গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের জন্য সহকারী সচিব বা সিনিয়র সহকারী সচিব বা উপসচিব বা যুগ্ম সচিবের নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ ক্যাডারবহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি নিয়ে সভা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>