<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুঃখ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হিসেবে পরিচিত জলাবদ্ধতা সমস্যার সমাধান খুঁজতে অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জলাবদ্ধতা নিরসনের পদক্ষেপ নিতে দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টা আগামী ১৯ জানুয়ারি চট্টগ্রামে প্রথম সভা করার কথা রয়েছে। গত মঙ্গলবার নগরের লালদীঘির পারে চসিক পাবলিক লাইব্রেরির সম্মেলনকক্ষে দুস্থ শীতার্থদের মাঝে নগরের থানা ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের কম্বল বিতরণকালে এসব তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চসিক সূত্রে জানা যায়, দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা হলেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মঙ্গলবার অনুষ্ঠানে চসিক মেয়র আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিডিএর ৩৬টি খালের যে প্রকল্প ছিল, সেটি বাড়ানো হচ্ছে। সামনের প্রকল্পে ৫৭টি খাল আওতাভুক্ত হবে। এত দিন আশা ছিল জলাবদ্ধতার যে সমস্যা সেটির ৬০ শতাংশ কাজ হলে সমাধান পাব। এবার যেহেতু ৫৭টি খাল হচ্ছে, সেই হিসাবে জলাবদ্ধতার সমস্যার ৯০ থেকে ১০০ শতাংশ সমাধান পাব বলে আশা করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, আমি প্রথম থেকেই বলে আসছি, যেই ২১টি খাল বাদ আছে, এই কারণে জলাবদ্ধতা পুরোপুরি যাবে না। শেষ পর্যন্ত সেই বার্তা প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছেছে। তাই সব উপদেষ্টাকে ডেকে বিশেষভাবে চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য চারজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী নির্বাচনে যাঁরা কাউন্সিলর প্রার্থী হতে ইচ্ছুক, তাঁদের ফোকাস করার জন্য এখনই মোক্ষম সময় উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, আগামী নির্বাচনের আর বেশি দিন নেই। হাতে আছে আর একটি বছর। যাঁরা কমিশনার (কাউন্সিলর) নির্বাচন করতে চান, তাঁরা নিজ নিজ ওয়ার্ডে নালা-নর্দমা পরিষ্কার এবং মশার স্প্রে এগুলোর জন্য এখন থেকে এ কার্যক্রমগুলো পরিচালনা করবেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নিজেরা গিয়ে সব কিছু দেখিয়ে দেবেন। কারণ ফোকাস করার এটাই সুযোগ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেয়রের রাজনৈতিক সচিব জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য হাজি মো. সালাউদ্দীন প্রমুখ।</span></span></span></span></span></p>