<p>দেশের বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় আটজন নিহত এবং আরো ২২ জন আহত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে শিশুসহ তিনজন, ডেমরায় এক শিক্ষার্থী, ময়মনসিংহের ভালুকায় লরিচাপায় এক যুবক, সরাইলে ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী, কুমিল্লার তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী এবং হবিগঞ্জের বানিয়াচংয়ে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় স্ত্রীর মৃত্যু হয়েছে।</p> <p>গোপালগঞ্জে নিহত ৩ : পৃথক দুর্ঘটনায় গোপালগঞ্জে তিনজন নিহত হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় হুসাইন মোল্লা (৫) নামের এক শিশু ও বিদ্যুত্স্পর্শে মো. আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ এবং ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুত্স্পর্শে সোহেল সিকদার (১৯) নামের আরেক তরুণের মৃত্যু হয়েছে।</p> <p>গত বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়ায়, মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামে এবং টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্ব পাড়া বিএডিসি সেচ প্রকল্প এলাকায় এসব ঘটনা ঘটে। নিহত শিশু হুসাইন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়া এলাকার জুয়েল মোল্লার ছেলে, মো. আবুল হোসেনের বাড়ি মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামে এবং নিহত সোহেল টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।</p> <p>ডেমরায় ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু : রাজধানীর ডেমরা মহাসড়কে ট্রাকের ধাক্কায় ইমরান শিকদার (২৩) নামের একজন রিকশা আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ইমরান নারায়ণগঞ্জের কমার্স কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান কুমিল্লার মেঘনা থানার চর মাথালিয়া গ্রামের মোক্তার হোসেন শিকদারের ছেলে। তিনি ডেমরার সারুলিয়া এলাকার বাসিন্দা।</p> <p>ভালুকায় লরিচাপায় যুবক নিহত : ময়মনসিংহের ভালুকা-গফরগাঁও উপজেলার সীমান্তবর্তী সুতিয়া নদীর ব্রিজের ওপর বালুবোঝাই লরির চাপায় মো. সজিব মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সজিব কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মেলাদী গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বালুভর্তি একটি লরি গফরগাঁও থেকে ভালুকার দিকে আসছিল। লরিতে থাকা বালুর ওপর বসে ছিলেন সজিব মিয়া। হঠাৎ চলন্ত লরি থেকে তিনি পড়ে যান এবং একই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।</p> <p>সরাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ এলাকায় গত বৃহস্পতিবার রাতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ আহমেদ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।</p> <p>নিহত নাহিদ আহমেদ সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের ফুল মিয়ার ছেলে। আহতরা হলেন সৈয়দটুলা গ্রামের ইদন মিয়ার ছেলে আলাল মিয়া (২২) এবং একই ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের সফর আলীর ছেলে<br /> জুনায়েদ মিয়া (২৪)।</p> <p>তিতাসে বাইক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যু : কুমিল্লার তিতাসে মোটরবাইক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী রাকিবুল হাসান নিহত হয়েছে। গতকাল নিহত রাকিবুল হাসান (১৬) দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নে সাতপাড়া গ্রামের পরিবহন ব্যবসায়ী ও সমাজসেবক বিল্লাল হোসেন মুন্সির একমাত্র ছেলে। সে ২০২৫ সালের গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।</p> <p>হবিগঞ্জে এক দিনে পাঁচ দুর্ঘটনা : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রধান ফটকের সামনে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে এই দুর্ঘটনা ঘটে। একই দিনে জেলার বিভিন্ন স্থানে আরো চারটি দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। তীব্র কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।</p> <p> </p> <p> </p> <p> </p>