<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২৫ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৪৩ কোটি চার লাখ টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার‌্যালয়ে (ঢাকা-১) মামলাটি করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়, আসামির জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৩৮ টাকার সম্পদের মালিকানা অর্জন করে তা নিজ ভোগদখলে রেখেছেন। একই সঙ্গে তিনি ৬৫টি ব্যাংক হিসাবে ৪৩ কোটি চার লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা সন্দেহজনক লেনদেন করে অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন।</span></span></span></span></p> <p> </p>