<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবদুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র সোমবার কারাগারে আসে। যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে আজ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পেয়েছেন সালাম পিন্টু। তিনি ওই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। মুক্তির পর কারাগারের গেটে বিপুলসংখ্যক নেতাকর্মী তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকায় ফিরে আবদুস সালাম পিন্টু দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কী দুর্ভাগ্য! একজন আইনজ্ঞ, একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁর বিরুদ্ধে জঙ্গির মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটি ফ্যাসিস্ট সরকার এমনই করে। ইতিহাস সাক্ষী, তারা সব সময় পালিয়ে যায়; আর সালাম পিন্টুর মতো মানুষেরা মুক্ত হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নজরুল ইসলাম খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারত নিজেদের বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ দাবি করে। আমরা আশা করব, একজন অপরাধীকে সঙ্গ দেওয়ার জন্য, তার পক্ষ নেওয়ার জন্য ভারত এমন কিছু কাজ করবে না, যাতে গণতান্ত্রিক চরিত্র নষ্ট হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিথ্যাবাদী লুটেরা, যারা বাংলাদেশকে লুটপাটের খনি হিসেবে ব্যবহার করেছিল, তারা আজ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না; তিনি কখনোই স্বাধীনতার চেতনার পক্ষে ছিলেন না। যাঁরা সব সময় দেশের স্বাধীনতার পক্ষে থেকেছেন, সব সময় তাঁদের ক্ষতি করার চেষ্টা করেছেন তিনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সেই ভয়ংকর ফ্যাসিস্ট খুনি, যিনি বাংলাদেশের প্রতিটি রাস্তা, অলিগলি রক্তাক্ত করেছেন শুধু ক্ষমতায় থাকার জন্য; তাঁর যাঁরা গুণকীর্তন করেন, বিশ্বাস করতে হবে, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>