<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এম এ আজিজকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে কোতোয়ালি থানার পুলিশ তাঁকে আটক করেছে। চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে আওয়ামী লীগ নেতা এম এ আজিজকে আটক করা হয়েছে। তাঁর নামে মামলা আছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কোনো থানায় মামলা পাওয়া গেলে সেই থানায় তাঁকে সোপর্দ করা হবে। শুনেছি ভাতিজার বিয়েতে তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসেছিলেন। তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিএমপিতে তাঁর নামে কোনো মামলা নেই। তাঁকে নোয়াখালীতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>