<p>বাসচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় বাস ভাঙচুর করার জেরে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। গতকাল সোমবার এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, ঘাতক বাস ছাড়াও আরো অন্তত তিনটি বাস ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে সোমবার পরিবহন শ্রমিকরা সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রাখেন।</p> <p>সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, ‘আমাদের বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তাঁর শাস্তি হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে অন্তত চারটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর প্রতিবাদে ও নিরাপত্তার অভাবে আমাদের চালকরা সোমবার সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন।’ তিনি আরো বলেন, ‘সোমবার রাতের মধ্যে প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত না করলে মঙ্গলবার সকাল থেকে পুরো সিলেট জেলায় কর্মবিরতি পালন করবেন বাসচালক ও শ্রমিকরা। আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবে বাকি পরিবহন শ্রমিক সংগঠনগুলোও।’জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-মিনিবাস চলাচল করছে না বলে জানতে পেরেছি। বাসা ভাঙচুরের দাবি করে রবিবার রাতে হেলাল মিয়া নামের একজন লিখিত অভিযোগ করেছেন।’</p> <p> </p> <p> </p> <p> </p>