<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব ধরনের মাঠ, পার্ক ও উদ্যানে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ বন্ধ করার আহবান জানিয়েছে পরিবেশবাদী সচেতন বিভিন্ন সংগঠন। গতকাল বৃহস্পতিবার ফার্মগেটে আনোয়ারা পার্কের সামনে (তেজগাঁও কলেজের বিপরীতে) আনোয়ারা উদ্যান-পান্থকুঞ্জ পার্ক-তাজউদ্দীন আহমদ পার্ক ও ওসমানী উদ্যান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে নাগরিক সমাবেশ ও লং মার্চ কর্মসূচিতে বক্তারা এই আহবান জানান। লং মার্চ কর্মসূচি আনোয়ারা উদ্যান থেকে শুরু হয়ে পান্থকুঞ্জ পার্কে গিয়ে শেষ হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রিন ভয়েস, আরডিআরসি, পরিজা, গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন, জুরাইন ফুটবল একাডেমি, জাগরণী ক্রীড়াচক্র ও পরিবেশ বার্তার যৌথ উদ্যোগে নাগরিক সমাবেশ ও লং মার্চের আয়োজন করা হয়। বাপার সভাপতি নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাপার সহসভাপতি মহিদুল হক খান, গ্রিন ভয়েসের সহসমন্বয়ক হুমায়ুন কবির সুমন, তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন, পরিজার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেনসহ অন্যান্য আয়োজক সংগঠনের নেতা এবং বিভিন্ন পরিবেশবাদী, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p>