ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগ

রাজধানীর ছয় স্থানে বসছে সাশ্রয়ী মূল্যের ‘জনতার বাজার’

  • * থাকবে না মধ্যস্বত্বভোগীদের হাত * ফেব্রুয়ারির প্রথম দিনেই চালু * সরাসরি কৃষকের কাছ থেকে এনে সাশ্রয়ী মূল্যে বিক্রি
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীর ছয় স্থানে বসছে সাশ্রয়ী মূল্যের ‘জনতার বাজার’

উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে ঢাকার মানুষকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কেনাকাটায় কিছুটা স্বস্তি দিতে জনতার বাজার চালু করতে যাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ছয়টি স্থানে এই বাজার চালু করা হবে। সবাই এই বাজারে সাশ্রয়ী দামে সব খাদ্যপণ্য কিনতে পারবে।

গতকাল শনিবার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার জাকের ডেইরি ফার্মসংলগ্ন সরকারি মাঠে বাজার চালু করা নিয়ে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই বাজার চালু ও নিয়ন্ত্রণে সহযোগিতা করবে কৃষি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে ঢাকার ছয়টি স্থানে বসবে জনতার বাজার। সেগুলো হলো : মোহাম্মদপুর বেড়িবাঁধের ইউল্যাব বিশ্ববিদ্যালয়সংলগ্ন সরকারি মাঠ, কামরাঙ্গীর চরের কুড়ারঘাট মেডিক্যাল মোড়সংলগ্ন স্থান, গুলশান, মিরপুরের গোলারটেক মাঠ, বাড্ডার সাঁতারকুল বড় বেরাইদ বাজার এবং ডেমরার সারুলিয়া বাজারসংলগ্ন সরকারি জমি।

ঢাকার জেলা প্রশাসক বলেন, বাজারে একটি জায়গা বরাদ্দ থাকবে, যেখানে কৃষকরা নিজেদের উৎপাদিত সবজি বিক্রি করতে পারবেন। তবে কোনো ব্যবসায়ীকে সেখানে কোনো সুযোগ দেওয়া হবে না। আমাদের লক্ষ্য মধ্যস্বত্বভোগীদের প্রভাব এড়িয়ে কৃষক ও ভোক্তাদের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন করা। এতে পণ্যের দামও নিয়ন্ত্রণে থাকবে।

প্রাথমিকভাবে ছয়টি স্থানে এই বাজার বসলেও পর্যায়ক্রমে এর পরিসর বাড়ানো হবে।

এই বাজার পরিচালনার জন্য সরকারিভাবে অবকাঠামো নির্মাণ করা হবে। বাজার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হবে স্থানীয় উদ্যোক্তা, ছাত্র-জনতাকে। পণ্যের হিসাব সংরক্ষণের জন্য সফটওয়্যার থাকবে, যেখানে পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য ক্রেতারা সরাসরি দেখতে পাবে। এ ছাড়া কাউন্টারের মাধ্যমে ক্রেতাদের টোকেন দেওয়া হবে, যার মাধ্যমে কে কত কেজি পণ্য কিনছে, তা দেখা সম্ভব হবে।

এই বাজার থেকে যেন কেউ বেশি পণ্য কিনে অন্যত্র বিক্রি করতে না পারে, সে জন্য তিন-চার কেজি করে বিক্রি করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, আমরা শাক-সবজি সরাসরি কৃষকের কাছ থেকে কিনে এনে সাশ্রয়ী মূল্যে বিক্রি করব।

মন্তব্য

সম্পর্কিত খবর

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের হাতে উপহার তুলে দেন পরিবেশ উপদেষ্টা

শেয়ার
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের হাতে উপহার তুলে দেন পরিবেশ উপদেষ্টা
শাহজালাল বিমানবন্দরে গতকাল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের হাতে উপহার তুলে দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : পিআইডি
মন্তব্য

সংস্কারে ১১ দল মতামত দিয়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সংস্কারে ১১ দল মতামত দিয়েছে

সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আরো চারটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১১টি দল তাদের মতামত জমা দিয়েছে। এ দলগুলোকে নিয়ে আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার নাগাদ আলোচনা শুরু করা হতে পারে। দলগুলোর সঙ্গে আলাদাভাবে এসব আলোচনা জাতীয় সংসদ ভবনে করা হবে।

এর বাইরেও ১৮টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কিছুদিন সময় চেয়েছে সংস্কার কমিশনের কাছে।

গতকাল রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন জানায়, মতামতের বিষয়ে কোনো কিছু না জানানো দলগুলোর সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে। এর আগে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ১৩ মার্চের মধ্যে মতামত পাঠানোর অনুরোধ করা হয়েছিল।

মন্তব্য

জুলাই আন্দোলনে আহতদের পুনাকের আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই আন্দোলনে আহতদের পুনাকের আর্থিক সহায়তা

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা দিয়েছে। গতকাল রবিবার বিকেলে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ২৫০ জনকে দেখতে যান। এ সময় তিনি তাঁদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। তিনি তাঁদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলাপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুনাকের সহসভানেত্রী আইরিন রহমান, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর।

মন্তব্য
পিলখানা হত্যাকাণ্ড

২৩৯ বিডিআর জওয়ানের জামিনের বিষয়ে আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
২৩৯ বিডিআর জওয়ানের জামিনের বিষয়ে আদেশ আজ

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে থাকা ২৩৯ বিডিআর জওয়ানের জামিনের বিষয়ে আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ দিন ধার্য করেন। এর আগে বৃহস্পতিবার জামিনের বিষয়ে শুনানি হয়েছিল। ওই দিন শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য রবিবার দিন ধার্য করেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর।

মন্তব্য

সর্বশেষ সংবাদ