<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ-অভ্যুত্থানে শহীদ ছয়জনের বেওয়ারিশ লাশ সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল। গতকাল শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক মর্গে গিয়ে সেলের সদস্যরা লাশগুলো সরেজমিনে পরিদর্শন করেন। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্কাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল তাদের অনুসন্ধানে ঢাকা মেডিক্যালে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ছয়জনের অশনাক্তকৃত লাশ আছে বলে জানতে পারে। গতকাল সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায় এবং শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ছয়জনের লাশ এখনো হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে তিনি জানান।</span></span></p>