<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে জাকসু নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ চেয়েছেন তিনি।  কামরুল আহসান প্রধান উপদেষ্টাকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতিতে তাঁর নেতৃত্বের ভূমিকা সম্পর্কে জানান। তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে। নির্বাচনের তফসিল ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। এরই মধ্যে গত ১০ জানুয়ারি প্রকাশ করা হয়েছে ভোটার তালিকার খসড়া। তিনি বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য বরাদ্দ ও খরচ বৃদ্ধি করা হয়েছে এবং প্রথম বর্ষের ভর্তি ফরমের ফি কমানো হয়েছে। অধ্যাপক ইউনূস জাবির একাডেমিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় চাইলে তাদের পরিকল্পনা অনুযায়ী জাকসু নির্বাচন আয়োজন করতে পারে।</span></span></span></span></span></p>