<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ ঢাকার পল্লবী থানা শাখার উদ্যোগে গতকাল শব্দদূষণ রোধে গণসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। মিরপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। মণিরামপুরে মাদকবিরোধী গণসচেতনতা ও আলোচনাসভা এবং জীবননগরে বানান বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="44" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1.january/13-01-2025/mk/kk-NEW-2-2025-01-13-06a.jpg" style="float:left" width="300" />ঢাকা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ ঢাকার পল্লবী থানা শাখার উদ্যোগে গতকাল শব্দদূষণ রোধে গণসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এতে অংশ নেন ট্রাফিক (উত্তর) বিভাগের সার্জেন্ট মো. এরশাদুল হক ও কনস্টেবল মো. মোজাম্মেল হক, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মো. মোজাম্মেল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের সমন্বয়ক ইমরান হোসাইন, বসুন্ধরা  শুভসংঘ পল্লবী থানা শাখার সভাপতি তাহমিদ আরেফিন সাজিদ, সাংগঠনিক সম্পাদক মবিনুল হায়দার শুভ্র, দপ্তর সম্পাদক মো. মোহতামিম মর্শেদ দিহান, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মো. ইরাম হোসেন প্রমুখ। এদিকে মিরপুরে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গতকাল বই বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক সেলিনা আক্তার, সাবিনা ইয়াসমিন, তানিয়া আক্তার, বীথি আক্তার ও তানিয়া ইসলাম। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মণিরামপুর (যশোর) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে গত মঙ্গলবার মাদকবিরোধী গণসচেতনতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সদস্য মো. মনিরুজ্জামান, মো. শামছুজ্জামান, প্রবীর সরকার, আশরাফুল ইসলাম, শহীদুল ইসলাম, খালিদ মুজাহিদ, জাকারিয়া হোসেন, হোসাইন ইকবাল সানি, শরীফ মাহমুদ, হাসাইন ইকবাল সাদী, জোবের হোসেন তারেক, সানজিদা আক্তার সোনিয়া প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জীবননগর (চুয়াডাঙ্গা) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ জীবননগর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুদ্ধ বানান ও উচ্চারণে ভাষার যত্ন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিষয়ক এক দিনের কর্মশালা। গতকাল জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালা পরিচালনা করেন ব্যাকরণ মল্লিকা গ্রন্থের লেখক ও ফ্রিল্যান্স শিক্ষক মো. রুহুল আমিন মল্লিক। উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর হোসেন, সাংবাদিক মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাংবাদিক মিথুন মাহমুদ, জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক আলিমা খাতুন, মাহবুব আরা, মুনিয়া আহমেদ, জেসমিন আরা প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>