<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আজাদ আলী বীরপ্রতীক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত সোমবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সৌজন্যে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বীর মুক্তিযোদ্ধা আজাদ আলীর মরদেহ গতকাল সকালে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি হাই স্কুল মাঠে নেওয়া হয়। সেখানে পরিবার, আত্মীয়-স্বজনসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করে এবং প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর বারিধারা ডিওএইচএস জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সরকারের পক্ষ থেকে এই বীরকে গার্ড অব অনার দেওয়া হয়।</span></span></span></span></span></p>