<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আবাসিক আসন (সিট) পাওয়ার সব শর্ত পূরণ করা সত্ত্বেও যেসব ছাত্রীকে আসন বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না, তাঁদের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবাসন সহায়ক আর্থিক সহায়তা দেওয়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হবে। আগামী ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ন্যায্যতা ও চাহিদার ভিত্তিতে আবেদনকারী ছাত্রীদের মধ্য থেকে নির্বাচিতদের প্রতি মাসে তিন হাজার টাকা হারে এই সহায়তা দেওয়া হবে। গতকাল উপাচার্য অফিসসংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই উদ্যোগের কথা জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রেস ব্রিফিংয়ে আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় গৃহীত স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মপরিকল্পনা ও পদক্ষেপ তুলে ধরেন। প্রেস ব্রিফিংয়ে উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি আব্দুল্লাহ-আল-মামুনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি থাকা সত্ত্বেও বিশেষ বরাদ্দের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ছাত্রী হলে প্রায় ৫০০ বাংক বেড  স্থাপন করে বেশ কিছু ছাত্রীর আবাসনের ব্যবস্থা করা হয়েছে।</span></span></span></span></span></p>