তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ভূ-রাজনীতি নয়, বরং যে নামেই হোক দ্রুত এই কাজ শুরুর দাবি উঠেছে রংপুরের গণশুনানিতে। একই সঙ্গে এই কাজের রূপরেখা জনসমক্ষে প্রকাশ করা এবং কাজ শুরুর তারিখ প্রকাশের দাবিও উঠেছে। গতকাল সোমবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন নিয়ে চীনা প্রতিনিধিদল, পানি উন্নয়ন বোর্ড এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেওয়া মানুষজন এই দাবি করেন। রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, রংপুরের পুলিশ সুপার আবু সায়েম প্রমুখ।
তিস্তা নিয়ে ভূ-রাজনীতি নয়, দ্রুত কাজ শুরুর দাবি
রংপুর অফিস
সম্পর্কিত খবর

শিল্প প্রদর্শনী


হা-মীম গ্রুপের জিএম হত্যা
নিহতের গাড়ি চালকসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক

হা-মীম গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) আহসান উল্লাহকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিহতের গাড়িচালক এবং হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলাম। গ্রেপ্তার অন্যজনের নাম নুরুন্নবী। গতকাল বুধবার গাইবান্ধায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

স্বাধীনতা দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ
নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল বুধবার নৌ অঞ্চলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন নৌ অঞ্চলের মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের সব জাহাজ ও ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতনে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, কুচকাওয়াজ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংক্ষিপ্ত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত
নিজস্ব প্রতিবেদক

এবারও পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বায়তুল মোকাররমের ঈদ জামাতের এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম জামাত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়।