<p>নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে ট্রলারযোগে সাগর পাড়ি দিয়ে পালানোর সময় ৯ রোহিঙ্গাকে আটক করেছে চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের খেয়ারঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটকরা হলেন মোহাম্মদ নয়ন (২২), মো. আনিস (১৪), ফাতেমা বেগম (৬০), হুমায়রা (৩০), রোজিনা আক্তার (১৯) একরামুল হক (৬), জাহিদুল ইসলাম (২), ইয়াসিন (১) ও আজিজা বিবি (১৮)। মিরসরাই থানার পরিদর্শক দিনেশ দাশ বলেন, ‘বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রোহিঙ্গাদের আটকে রেখে পুলিশকে খবর দেয়। দুপুরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসি।’</p>