<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রুই, কাতলা, বোয়ালসহ হরেক রকম মাছ ও নানা মিষ্টির পসরা বসেছে জামালপুরের মাদারগঞ্জের পলাশপুরে জামাই মেলায়। মেলা ঘিরে উৎসবমুখর পরিবেশ দৃষ্টি কেড়েছে সবার। রীতি অনুযায়ী, মেলা শুরু হওয়ার দু-এক দিন আগেই মেয়ে আর জামাইকে দাওয়াত করে আনেন শ্বশুররা। মেয়ে ও জামাই মেলায় ঘুরতে যাওয়ার সময় লুকিয়ে শ্বশুর ও শাশুড়ি টাকা দেন জামাইকে। সেই টাকায় মেলা থেকে বড় মাছ কিনে নিয়ে যান শ্বশুরবাড়িতে। এ উপলক্ষে নতুন ও পুরনো জামাইকে দাওয়াত করে এনেছেন পলাশপুরসহ বিভিন্ন এলাকার শ্বশুররা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলাশপুর এলাকায় পৌষের প্রথম দিন থেকেই শুরু হয়েছে সাত দিনব্যাপী মেলা। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। মেলা নিয়ে স্থানীয়রা বলছেন, আত্মীয়তার বন্ধন আরো গভীর করতে তিন বছর ধরে জামাই মেলা উদযাপন করা হচ্ছে। পৌষের শুরুতেই সাত দিনব্যাপী এ মেলা শুরু হয়।</span></span></span></span></span></p>