<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হয়। সেদিন আনন্দ-উল্লাসে মেতে উঠেছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে অসংখ্য হতাহতের ঘটনা ঘটে। আর এসব হতাহতের ঘটনার স্মৃতিচিহ্ন হিসেবে রংতুলি দিয়ে নওগাঁ শহরের বিভিন্ন স্থাপনার দেয়ালে ছবি, গ্রাফিতি ও লেখনীতে তুলে ধরে ছাত্র-জনতা। সম্প্রতি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জয় বাংলা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কিন্তু হঠাৎ করে দুই দিন ধরে নওগাঁ শহরের কেডির মোড়, মুক্তির মোড়সহ বিভিন্ন দেয়ালে যেখানে ছাত্রদের গ্রাফিতি আঁকা ছিল, সেখানে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জয় বাংলা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> লেখা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই স্লোগান লিখে ফেসবুকে তা ছড়িয়ে দেয়। এতে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। গতকাল সোমবার দুপুরে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জয় বাংলা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> লেখায় সেস্প্র পেইন্ট ব্যবহার করে মুছে দেয় নওগাঁ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জিয়া সাইবার ফোর্স। এ সময় নওগাঁ জেলা যুবদলের সদস্যসচিব মো. রুহুল আমিন মুক্তার, জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. এমরানসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের নেতারা উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p>