<p>কাঠের গুঁড়ার সঙ্গে গমের ভুসি, ধানের তুষ মিশিয়ে গোখাদ্য তৈরি করে বাজারজাত করা হতো। অবশেষে গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে পুলিশ ঘরভর্তি কাঠের গুঁড়া ও বিভিন্ন কম্পানির নামখচিত ১০৮ বস্তা গোখাদ্য জব্দ করে। এ সময় কারখানাটির মালিক পালিয়ে যায়। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশহাটি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড নামক স্থানে।</p> <p>স্থানীয় সূত্র জানায়, নান্দাইল চৌরাস্তা ও কেন্দুয়া আঞ্চলিক সড়কের পাশে ওই স্থানে মৃত আব্দুছ ছোবহানের ঘরে দীর্ঘদিন ধরে গোখাদ্যের ব্যবসা করে আসছিলেন তাঁরই জামাতা কামরুল ইসলাম। যেখান থেকে গোখাদ্য বস্তাভর্তি করে পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারের গুদামে রেখে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।</p> <p>স্থানীয়রা জানায়, কয়েক মাস ধরে কামরুল ওই ঘরে স্থানীয় স মিল থেকে কাঠের গুঁড়া এনে রাখেন। বিষয়টি অনেকের নজরে পড়লে আলোচনার সৃষ্টি হয়। এ অবস্থায় ঘটনাটি জানতে পারে নান্দাইল থানা পুলিশ। গত শনিবার বিকেলে নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে দোকানটি বন্ধ পান।</p> <p> </p> <p> </p>