<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় প্রথমবারের মতো পৌর নাগরিকদের বাসা-বাড়ির জমানো ময়লা-আবর্জনা সংগ্রহ করবে পৌরসভার ভ্রাম্যমাণ গাড়ি। গতকাল শুক্রবার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাগুরা আবাসিক এলাকার বাসিন্দা নাজমুল বারী সোহেলের পরিচালনায় বক্তব্য দেন পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান, সাবেক কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, মাগুরার বাসিন্দা শিক্ষক জ্যোতি বিকাশ দে, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইসরাইল আলী, সমাজসেবক ব্যবসায়ী কাদেরী কিবরিয়া চৌধুরী, হাজি আক্তার আলী, সুজিত দে ও কামাল আহমেদ। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুলাউড়া পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পাঁচটি ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে প্রতিদিন সকালে বাসাবাড়িতে জমানো ময়লা সংগ্রহ করা হবে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকা থেকে আমরা এই কার্যক্রম শুরু করেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>