নাটোরের সিংড়ায় মধ্যরাতে একটি সন্দেহভাজন প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকাসহ আটক করা হয়েছে। একই সঙ্গে টাকা বহনকাজে ব্যবহৃত প্রাইভেট কারটির চালকসহ ওই প্রকৌশলীকে সিংড়া থানা হেফাজতে নেওয়া হয়েছে। গাইবান্ধার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিপুল অঙ্কের ওই টাকা কমিশন বাণিজ্য বা ঘুষের অবৈধ টাকা বলে দাবি করেছে।
তবে থানা পুলিশ জানায়, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে আটক করে টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদের জন্য সিংড়া থানা হেফাজতে নেওয়া হয়েছে।
টাকা সম্পর্কে তাঁর ব্যাখ্যা যাচাই করা হচ্ছে। পুরো ব্যাপার খতিয়ে দেখে বিস্তারিত বলা যাবে। প্রতিষ্ঠানের সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানান, আটক ছাবিউল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা। তিনি ২২ বছর ধরে গাইবান্ধায় বিভিন্ন পদে ছিলেন।
সাঘাটা উপজেলায় কর্মরত থাকা অবস্থায় এবং পরবর্তীকালেও নিজেকে আওয়ামী লীগ দলীয় প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার ‘বিশেষ ঘনিষ্ঠজন’ হিসেবে পরিচয় দিতেন। সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।