বগুড়া জিলা স্কুলে রজত জয়ন্তী মিলনমেলায় একত্র হয়েছেন বিদ্যালয়ের ২০০০ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রথমবারের মতো গাবতলী উপজেলাধীন পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে দিনব্যাপী নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অংশ নেন জিলা স্কুল এবং পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
‘শিক্ষার প্রাঙ্গণে স্মৃতির দেখা, প্রজন্মে প্রজন্মে বন্ধনের রেখা’ এই স্লোগান সামনে রেখে আয়োজিত পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেলের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুর রহমান রুমন।