<p>অঞ্জনার মৃত্যুতে ঢালিউডে বইছে শোকের আবহ, এর মধ্যেই এলো আরেক দুঃসংবাদ। অভিনেতা প্রবীর মিত্রের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর ছেলে সিফাত ইসলাম বলেন, ‘বাবার শরীরটা অনেক দিন ধরেই ভালো যাচ্ছে না। বয়সজনিত কিছু শারীরিক জটিলতায় তাঁকে ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করি। তিনি শরীরে অক্সিজেন পাচ্ছিলেন না। প্রথমে তাঁকে আইসিইউয়ে নেওয়া হয়, অবস্থার একটু উন্নতি হলে কেবিনে ছিলেন। এখন আবার এইচডিইউতে [হাই ডিপেন্ডেন্সি ইউনিট] রাখা হয়েছে। অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে।’</p>