<p>গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাঁকে আইসিইউয়ে নেওয়া হয়। জানা গেছে, শুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েন ফারহান। নাটকটিতে তাঁর সহকর্মী ছিলেন সাফা কবির। হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর ও শরীর ব্যথা নিয়ে হাসপাতালে আসেন ফারহান। কোনোভাবেই তাঁর জ্বর কমানো যাচ্ছিল না। টানা শুটিং ছিল তাঁর। সব কটি নাটকের শুটিং আপাতত বাতিল করা হয়েছে, জানিয়েছেন নির্মাতারা।</p> <p> </p> <p> </p>