<p><strong>গুনাহ-সিজন ২</strong></p> <p>৩ জানুয়ারি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে অনিল সিনিয়রের সিরিজ ‘গুনাহ’-এর দ্বিতীয় মৌসুম। এর গল্পে দেখা যাবে, তারার বোন দিব্যার সঙ্গে সম্পর্কে ইতি টানে অভিমন্নু। ব্যাবসায়িক চুক্তির ফাঁদে ফেলে জেকে’র কাছাকাছি যেতে চায় সে। মার্ট চায় তার ভাই শিবার রহস্যজনক মৃত্যুর জট খুলতে। অভিনয়ে আছেন গশমির মহাজনী, সুভরি জ্যোতি, জায়ন ইবাদ খান, তন্ময় নাগর, অক্ষয় মিশ্র প্রমুখ।</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>