বিদেশিদের নিয়ে ইত্যাদির বিশেষ আয়োজন

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
বিদেশিদের নিয়ে ইত্যাদির বিশেষ আয়োজন
বিদেশিদের নির্দেশনা দিচ্ছেন ইত্যাদির সঞ্চালক হানিফ সংকেত

প্রতি ঈদেই বিশেষ আয়োজনে সাজানো হয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এর মধ্যে অন্যতম চমক থাকে বিদেশিদের নিয়ে পর্ব। যেখানে ভিনদেশি মানুষ বাংলা ভাষায় সংলাপ দিয়ে অংশ নেন নাটিকায়। ছড়িয়ে দেন সামাজিক ও সাংস্কৃতিক বার্তা।

এবারও ব্যত্যয় ঘটছে না। ঈদ ইত্যাদিতে বিদেশিদের নিয়ে সাজানো পর্বে এবার অংশ নিয়েছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অসেস্ট্রলিয়া, ফ্রান্স, চীন, সুইডেন, রোমানিয়া, ডেনমার্ক, ইন্দোনেশিয়া, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাঁরা। নানা ব্যস্ততার মধ্যেও ছুটির দিনগুলোটে ইত্যাদির জন্য মহড়া করেছেন, পরে অংশ নিয়েছেন শুটিংয়ে।

ইত্যাদির পরিচালক ও সঞ্চালক হানিফ সংকেত জানান, গুজব নিয়ে একটি মজার নাটিকা বানানো হয়েছে। সেখানেই অভিনয় করেছেন ভিনদেশিরা। তিনি বলেন, ‘তারা অপেশাদার হলেও অনেক পেশাদার শিল্পীরও তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ।

ইত্যাদির এই পর্ব প্রচারিত হবে ঈদের পরের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর, বিটিভিতে।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

খালিদের মৃত্যুবার্ষিকীতে ভালোবাসার সাতকাহন

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
খালিদের মৃত্যুবার্ষিকীতে ভালোবাসার সাতকাহন

‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট ও বহু জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী খালিদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। কিংবদন্তি এই শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। তিনি নতুন করে গেয়েছেন খালিদের গাওয়া শ্রোতাপ্রিয় গান ‘ভালোবাসার সাতকাহন’। তুহিনের কথা ও সুরে ২০০৬ সালে গানটি গেয়েছিলেন খালিদ।

শফিক তুহিন বলেন, ‘খালিদ ভাইয়ের অনেক গানই আমার প্রিয়। মাঝেমধ্যে স্টেজেও গাই। তাই খালিদ ভাইকে শ্রদ্ধা জানিয়ে নতুন করে এ গানটি গাইলাম। আজ আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করব গানটি।

 

 

 

মন্তব্য
অন্তর্জাল

মোয়ানা ২

শেয়ার
মোয়ানা ২
‘মোয়ানা ২’ ছবির দৃশ্য

গেল বছরের ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ডেভিড ডেরিক জুনিয়রের অ্যানিমেটেড ছবি ‘মোয়ানা ২’। বক্স অফিসে ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করে তাক লাগিয়েছিল ছবিটি। শুক্রবার এটি এসেছে জিও হটস্টারে। পূর্বপুরুষদের একটি বার্তা পায় মোয়ানা।

তাদের খুঁজতে নেমে পড়ে ওশেনিয়ার ভয়ংকর সমুদ্র যাত্রায়। এতে কণ্ঠাভিনয় করেছেন অলি ক্রাভেলো, ডোয়াইন জনসন, রোজ মেটাফেও, ডেভিড ফেন প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

বলব কথা বাসরঘরে

শেয়ার
বলব কথা বাসরঘরে
‘বলব কথা বাসরঘরে’ ছবিতে শাকিব খান ও শাবনূর

অভিনয়ে শাবনূর, শাকিব খান, সাহারা প্রমুখ। পরিচালনা শাহ মোহাম্মদ সংগ্রাম। সকাল ১০টা ৪০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : ইকবাল পরোপকারী ও গরিবের বন্ধু।

মানুষের উপকার করতে গিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে চৈতী গ্রুপের অহংকারী মালিক চৈতীর সঙ্গে। প্রতিশোধ নিতে গিয়ে ব্যবসা-বাণিজ্য হারিয়ে পথে বসে পড়ে চৈতী। অহংকারই তার পতনের মূল। তখনই ভালোবাসার হাত বাড়ায় ইকবাল।

 

মন্তব্য
টিভি হাইলাইটস

ফুল বাহার

শেয়ার
ফুল বাহার
‘ফুল বাহার’ ধারাবাহিকে মামুনুর রশীদ

দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৮টায় প্রচারিত হয় ধারাবাহিক নাটক ‘ফুল বাহার’। রচনা মাতিয়া বানু শুকু ও রাজিবুল ইসলাম রাজিব। পরিচালনা যুবরাজ খান। অভিনয়ে সাজু খাদেম, আহসান হাবিব নাসিম, নাদের চৌধুরী, মামুনুর রশীদ, মুনমুন আহমেদ, সানজিদা প্রীতি, ইফ্ফাত আরা তিথি, মাইমুনা মম প্রমুখ।

 

রিবিল্ডিং সিরিয়া

সিরিয়ায় দীর্ঘ ১৪ বছরের স্বৈরশাসনের সমাপ্তি ঘটে গত বছরের শেষের দিকে। পতন ঘটে বাশার আল-আসাদ সরকারের। এরপর থেকে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে আলা ইয়াহিয়ার নেতৃত্বে চলছে বিভিন্ন মানবিক কার্যক্রম। এসব কার্যক্রম নিয়ে ‘রিবিল্ডিং সিরিয়া’।

দেখা যাবে আজ দুপুর ২টা ৩০ মিনিটে, আল জাজিরায়।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ