লালের উচ্ছ্বাস ইউরোতে
সবে শুরু দুই বন্ধুর...
ছোট ছোট পাসে সেই সৌন্দর্যের ফুটবল স্পেন আর খেলে না। এখন দ্রুত পাস খেলে গতি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার পথ খুঁজে নিয়েছে দলটি। তাতে মিলছে সাফল্যও। লা ফুয়েন্তের দলের এই কৌশলে ইয়ামাল ও উইলিয়ামসই দুই বড় অস্ত্র।
সম্পর্কিত খবর