<p>আগে থেকেই দলে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহামের মতো তারকা ফুটবলার। এ মৌসুমে যোগ হয় কিলিয়ান এমবাপ্পের নাম। ফরাসি বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের আগমনে শক্তি আরো বেড়ে যায় লস ব্লাংকোদের। কিন্তু গত মৌসুমের তুলনায় এবার মাঠে খেলায় যেন সাদামাটা রিয়াল। সর্বশেষ স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর শিষ্যদের জেগে উঠতে বলছেন দলটির ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি। আজ কোপা দেলরের শেষ ষোলোতে সেল্টা ভিগোর বিপক্ষে সেরা ছন্দের রিয়ালকে দেখতে চান তিনি।</p> <p>‘বাজে ম্যাচ ভুলে যাওয়ার এটা একটি সুযোগ হতে পারে। হ্যাঁ, আমরা হতাশ হয়েছি, কিন্তু শেষ হয়ে যাইনি। আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। এখন আমরা সামনে এগিয়ে যেতে চাই’, বলেছেন আনচেলোত্তি। লা লিগায় রিয়াল এখন টেবিলের দুইয়ে। শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে স্রেফ এক পয়েন্টে। অন্যদিকে প্রিয় মঞ্চ চ্যাম্পিয়নস লিগে ধুঁকছে রিয়াল। ছয় ম্যাচে তিনটি করে জয় ও হারে টেবিলের ২০তম স্থানে আছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। এএফপি</p> <p> </p>