<p>ক্রীড়া প্রতিবেদক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে নামার আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সুপার ওভারে জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইংল্যান্ডের  বিপক্ষে জিতেছে ২ রানের ব্যবধানে। ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের যেকোনো পর্যায়ে এটি প্রথম জয়।</p> <p>গত মাসে এশিয়া কাপের ফাইনালে খেলার পর এবার নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হারায় শ্রীলঙ্কাকে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের ব্যাটারদের সুবিধা করতে দেননি আনিসা আক্তার ও ফাহমিদা ছোঁয়া। যথাক্রমে তিন ও দুই উইকেট নিয়েছেন তাঁরা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রানে থামে গত বিশ্বকাপ ফাইনালিস্টদের ইনিংস।</p> <p>লক্ষ্য তাড়ায় বাংলাদেশি ব্যাটাররাও থিতু হতে পারেননি। জুয়াইরা ফেরদৌস ও সাদিয়া আক্তার ইনিংস সর্বোচ্চ ২০ রান করেন। নাটকীয় ম্যাচে শেষ বলে ১ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হন হাবিবা পিংকি ও নিশিতা আক্তার। এতে ম্যাচ ‘টাই’ হয়। পরে সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নামা ইংলিশরা হাবিবা আক্তারের করা ওভার থেকে ৯ রানের বেশি তুলতে পারেনি।</p> <p> </p> <p> </p>