<p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগেও দুইবার হয়েছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকেই এমন রোমাঞ্চ কেউ আশা করেনি। সেই ম্যাচের আবার প্রতিপক্ষ আইসিসির সহযোগী সদস্য দেশ নামিবিয়া ও ওমান। গতকাল সকালের এই রোমাঞ্চের আগের দিন ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেও প্রশংসিত হয়েছে পাপুয়া নিউ গিনি। সেদিন বিশ্বকাপের উদ্বোধনী দিনে কানাডার বিপক্ষে রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র। মোটকথা, আড়মোড়া ভেঙে ওঠার সময়েই জমজমাট বিশ্বকাপের বার্তা মিলে গেছে।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ম্যাচের দৈর্ঘ্য যত ছোট, তত বেশি নাটকীয়তার সম্ভাবনার পক্ষে বলে ক্রিকেট। কুড়ি ওভারের ক্রিকেটে তাই শেষ বলের শেষ বলতে নেই। পাপুয়া নিউ গিনিকে এক তুড়িতে উড়িয়ে দেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে চাহিদাসম্পন্ন ক্যারিবীয়রা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর কোনো নিশ্চয়তা নেই। অনিশ্চয়তার এই </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভিড়ে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র মধ্যে গতকাল নিউ ইয়র্ক থেকে ডালাসে পৌঁছেছে বাংলাদেশ দল। ৮ জুন যুক্তরাষ্ট্রের এই শহরে বিশ্বকাপ শুরু হবে নাজমুল হোসেনদের, যে ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাই ডালাস থেকে বাংলাদেশের চোখ রাখার কথা নিউ ইয়র্কে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে। দুটি দল যে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষও।   </span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র‌্যাংকিং, কন্ডিশনের সঙ্গে অভ্যস্ততা আর সামর্থ্য মিলিয়ে প্রোটিয়াদের বিপক্ষে লঙ্কানদের ম্যাচটিও রোমাঞ্চকর হওয়ার কথা। তুলনায় আজকের তিনটি ম্যাচের একটিতেই শুধু প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস লেখা। নেদারল্যান্ডস ও নেপাল কাছাকাছি মানের দল। তাই সম্ভাব্য জয়ী দলের নাম বলা ঝুঁকিপূর্ণ। এই সাম্য রোমাঞ্চের আভাস দিয়ে রাখছে। তুলনায় স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটাকে আনুষ্ঠানিকতা মনে হতে পারে। উগান্ডাও আফগানিস্তানের সঙ্গে তাল মিলিয়ে ওঠার মতো দল নয়। তবু টি-টোয়েন্টি তো, বলা যায় না!</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ম্যাচের ফলের চেয়েও আজকের তিনটি ম্যাচের নানা আঙ্গিকে গুরুত্ব আছে। যেমন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বচ্যাম্পিয়ন হলেও আরেকটি বিশ্বকাপ শুরুর স্নায়ুচাপ আছে ইংলিশদের। প্রতিপক্ষ স্কটল্যান্ড আবার চমকে দেওয়ার ক্ষমতাও রাখে। আফগানিস্তান কখনোই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেই ওঠেনি। তবু এবারও রশিদ খানদের সেমিফাইনালে দেখছেন অনেক বিশেষজ্ঞ। যুদ্ধবিধ্বস্ত দেশ হলেও আফগানিস্তানের ক্রিকেট নিয়ে আশাবাদী অনুরাগী সারা বিশ্বে ছড়িয়ে। তাতে অলক্ষ্যে প্রত্যাশার একটা চাপ ঘিরে ধরে আফগানদের। উগান্ডার সঙ্গে সেই চাপকেও জয় করতে হবে দলটিকে।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বাংলাদেশেরও অঙ্ক আছে। দল মোটেও ভালো ক্রিকেট খেলছে না। তাই শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতো নাজমুলদের কৌতূহল থাকবে নেদারল্যান্ডস-নেপাল ম্যাচে। এরাও বাংলাদেশের গ্রুপে। নাজমুলদের গ্রুপের বাধা পার হওয়ার প্রধানতম শর্ত এই দল দুটির বিপক্ষে জয়। তা নিশ্চিত করতে দল দুটির শক্তি আর দুর্বলতার খোঁজ রাখা জরুরি। যদিও বিশ্বকাপের দেশে বলাবলি শুরু হয়েছে যে ডাচরা চমকেও দিতে পারে বাংলাদেশকে।</span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সহ-আয়োজক মর্যাদায় হলেও যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিশ্বকাপ হচ্ছে, এটা প্রথম চমক। আর সেই বিশ্বকাপ শুরুর পর থেকে একের পর এক ক্রিকেটীয় চমক দেখছে বিশ্বকাপ। তাতে নেদারল্যান্ডস কেন, সাম্প্রতিক ব্যর্থতায় মুখ ফিরিয়ে নেওয়া বিশেষজ্ঞদের চমকে দিতে পারে বাংলাদেশও। </span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুরুতেই রোমাঞ্চে রাঙিয়ে দেওয়া এই বিশ্বকাপ যেন সব সম্ভবের ইঙ্গিতই দিচ্ছে।</span></span></span></span></span></span></p> <p class="MsoNoSpacing"> </p>