টেস্ট নিয়ে ইতিবাচক ভাবনায় বাংলাদেশ

  • বড় দলগুলো আমাদের নিয়ে ভাবতে বাধ্য, কারণ আমরা এখন তিনটা জেনুইন ফাস্ট বোলার নিয়মিত খেলতে নামি। এর সঙ্গে বিশ্বমানের দুইটা স্পিনার। যে কেউ আমাদের বিপক্ষে ব্যাটিংয়ে নামলে অনেক পরিকল্পনা করতে হয়। এখন আমাদের ব্যাটিংটা আরেকটু ভালো করতে হবে। -জাকির হাসান, বাংলাদেশের ওপেনার
বোরহান জাবেদ
বোরহান জাবেদ
শেয়ার
টেস্ট নিয়ে ইতিবাচক ভাবনায় বাংলাদেশ

বছর তিনেক আগেও টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিলেন ক্রিকেট বিশ্লেষকরা। ব্যস্ত পৃথিবীতে মানুষের কাছে টেস্ট ক্রিকেটের আবেদন তৈরি করা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু গত তিন বছরে সেই চিত্র আশাব্যঞ্জক হারে বাঁক নিয়েছে। রোমাঞ্চকর একেকটা টেস্ট, ক্রিকেটের বনেদি এই সংস্করণকে আরো বেশি জীবন্ত করে তুলেছে।

উল্টো এই সময়ে ওয়ানডে ক্রিকেটেরই মুখ থুবড়ে পড়ার দশা!

উদ্বেগজনক হারে কমে এসেছে ওয়ানডের সংখ্যাও। তবে বিশ্ব ক্রিকেটের এই বিপ্লবের ইতিবাচক প্রবাহ আছে বাংলাদেশে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর তিনটিই আবার দেশের বাইরে।

এই সময়ে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স যতটা খারাপ ছিল, টেস্ট ক্রিকেটে উন্নতির গ্রাফ ছিল ততটাই ভালো। এই দলের অন্যতম সদস্য ওপেনার জাকির হাসান মনে করেন, টেস্টের সংখ্যা আর টেস্ট ক্রিকেটের প্রতি  কারণে ফল পাওয়া যাচ্ছে। জাকির বলছিলেন, আগে যখন লম্বা বিরতি দিয়ে খেলা হতো, তখন পারফরম্যান্স করা কঠিন ছিল। কারণ যারা শুধু টেস্ট খেলে, বিরতির সময়টাতে তারা ঘরোয়া ক্রিকেটে খেলে।
সেখানে বোলিংয়ের মান আর আবহ নিশ্চয়ই ভিন্ন। তাই মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে থাকলে বেশি মানিয়ে নিতে হয় না। আর অবশ্যই বলতে হয়, টেস্ট ক্রিকেট এখন বাড়তি মনোযোগ পাচ্ছে।

কিছু আক্ষেপ থাকলেও টেস্ট ক্রিকেটে উন্নতির গ্রাফ নিয়ে সন্তুষ্টির কথাও শোনালেন জাকির, এখন নিয়মিত খেলতে পারার কারণে আমরা দেশের বাইরে ফল পাচ্ছি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে হয়তো আরো ভালো করতে পারতাম। দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটা টেস্ট কিংবা শ্রীলঙ্কার সঙ্গে একটা টেস্ট জিততে পারলে আমাদের উন্নতির গ্রাফটা আরো ভালো দেখাত। তবে এটা পরিষ্কার যে আমরা জেতা শুরু করেছি। বড় দলগুলো টেস্টে আমাদের এখন গোনায় ধরছে। তারা জানে এখন আমাদের বিপক্ষে সহজে টেস্ট জেতা যাবে না। এটা বড় পাওয়া।

জাকিরের মতে এর পেছনের কারিগর বোলাররা, বড় দলগুলো আমাদের নিয়ে ভাবতে বাধ্য, কারণ আমরা এখন তিনটা জেনুইন ফাস্ট বোলার নিয়মিত খেলতে নামি। এর সঙ্গে বিশ্বমানের দুইটা স্পিনার। যে কেউ আমাদের বিপক্ষে ব্যাটিংয়ে নামলে অনেক পরিকল্পনা করতে হয়। এখন আমাদের ব্যাটিংটা আরেকটু ভালো করতে হবে। টপ অর্ডারকে আরেকটু স্থিতিশীল হতে হবে।

দারুণ একটা বোলিং লাইনআপের কারণেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হাবিবুল বাশার, এখন আমাদের আরো বেশি টেস্ট খেলা উচিত। কারণ আগে আমরা স্পিন নির্ভর দল ছিলাম। এখন আমাদের একঝাঁক ফাস্ট বোলার আছে। টেস্ট ম্যাচ জেতার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ জন্য যত বেশি পারা যায় টেস্ট খেলা উচিত।

টেস্ট ক্রিকেটের এই ইতিবাচক প্রবাহ ধরে রাখতে চায় ক্রিকেট বোর্ড। সেই ছাপ দেখা গেছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে। সর্বশেষ চুক্তিতে টেস্ট ক্রিকেটারদের বেতন বেড়েছে দেড় লাখ টাকা। মমিনুল হক-তাইজুল ইসলামরা এখন পাবেন ছয় লাখ টাকা। ম্যাচ ফিও ছয় লাখ থেকে বেড়ে হয়েছে আট লাখ টাকা। টেস্ট ক্রিকেটারদের আর্থিক সুরক্ষার কথা ভেবেই এমনটা করা হয়েছে বলে কিছুদিন আগে জানান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। ক্রিকেটাররা যেন আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় এক সংস্করণ থেকে আরেক সংস্করণে যাওয়ার চেষ্টা না করেন, সেই ভাবনাও ছিল এবারের কেন্দ্রীয় চুক্তিতে।

টেস্ট নিয়ে এই ভাবনাগুলো ইতিবাচকতার প্রবাহ তৈরি করতে পারে দেশের ক্রিকেটে।

মন্তব্য

সম্পর্কিত খবর

শীর্ষে তাহসিন

শেয়ার
শীর্ষে তাহসিন

ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান জোনাল দাবার পাঁচ রাউন্ড শেষে সাড়ে ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে তাহসিন তাজওয়ার। গতকাল পঞ্চম রাউন্ডে শ্রীলঙ্কার পেসান্দু রাশমিথাকে হারিয়েছেন এই ফিদে মাস্টার। ৫ খেলায় এটি তাঁর চতুর্থ জয়, ড্র করেছিলেন তৃতীয় রাউন্ডে। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে।

মন্তব্য

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

ইপিএল, ম্যানচেস্টার সিটি-ব্রাইটন

সরাসরি, রাত ৯টা, সিলেক্ট ১

এভারটন-ওয়েস্ট হাম

সরাসরি, রাত ৯টা, সিলেক্ট ২

লা লিগা, ভিয়ারিয়াল-রিয়াল মাদ্রিদ

সরাসরি, রাত ১১-৩০ মিনিট, জিও সিনেমা

বুন্দেসলিগা, ইউনিয়ন বার্লিন-বায়ার্ন মিউনিখ

সরাসরি, রাত ৮-৩০ মিনিট, টেন ২

লিপজিগ-বরুশিয়া ডর্টমুন্ড

সরাসরি, রাত ১১-৩০ মিনিট, টেন ২

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

মোহামেডান-লিজেন্ডস অব রূপগঞ্জ

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

রানী আক্তারদের গোলোৎসব

শেয়ার
রানী আক্তারদের গোলোৎসব

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকিতে একপেশে ম্যাচই হচ্ছে বেশি। গতকালও যেমন কুমিল্লার জালে ১৮ গোল জড়িয়েছে ঠাকুরগাঁও। দলটির রানী আক্তার, একাই করেছেন ছয় গোল। চার গোল করেছেন রেখা মনি।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই ম্যাচের পাশাপাশি গতকাল আরো তিনটি ম্যাচ হয়েছে। তাতে বিএএফ মাঠে ১১-১ গোলের বড় জয় পেয়েছে যশোর জেলাও। তারা হারিয়েছে পটুয়াখালীকে। এই ম্যাচেও একাই আধাডজন গোল করেছেন স্ট্রাইকার সোনিয়া আক্তার।

দিনের অন্য দুই ম্যাচে জিতেছে ঝিনাইদহ ও রাজশাহী। ঝিনাইদহ ৮-০ গোলে পটুয়াখালীকে ও রাজশাহী ৩-০ গোলে হারিয়েছে দিনাজপুরকে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ